মেয়াদ উত্তীর্ণ পাহাড়ের তিন পুরসভায় নির্বাচন দাবি করে কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। মামলা গ্রহণ করেছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। প্রায় দুবছর ধরে প্রশাসক নিয়োগ করে তিন পুরসভার কাজ পরিচালনা হওয়ায় বহু ক্ষেত্রে ক্ষতিগ্রস্থ হচ্ছে পরিষেবা। এবার তাই নির্বাচনের দাবি নিয়ে আদালতের দ্বারস্থ স্থানীয় এক ব্যক্তি।
২০১৭ সালে শেষ বার নির্বাচন হয়েছিল উত্তরের কালিম্পং, কার্শিয়ং ও মিরিক পুরসভায়। মেয়াদ শেষ হয়ে গিয়েছে ২০২২ সালে। তবে বিভিন্ন জটিলতায় আটকে রয়েছে নির্বাচন। সেই সঙ্গে ২০১৭ সালের পুরসভা বোর্ড গঠনের পরে যেভাবে হিংসা ছড়িয়েছিল পাহাড়ে, তারপরে সচেতন পদক্ষেপ নিতেই বিশ্বাসী রাজ্য নির্বাচন কমিশন। তবে মিরিক পুরসভায় অশান্তির ছায়া থাকলেও কালিম্পং বা কার্শিয়ং পুরসভায় বোর্ড গঠন করে উন্নয়নমূলক কাজ অব্যাহত রয়েছে। বাসিন্দাদের দাবি, রাস্তাঘাট বা অভাব অভিযোগ মিটতে সমস্যা নেই।
তবে নির্বাচনের মাধ্যমে স্থায়ী বোর্ড গঠন না হওয়ায় রাজ্য বা কেন্দ্রের বরাদ্দ অর্থ পৌঁছাচ্ছে না তিন পুরসভায়। এবার তাই আদালতের দ্বারস্থ আর্জেন লামা। আগামী ১২ সেপ্টেম্বর প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানির সম্ভাবনা।