Sunday, November 16, 2025

চিকিৎসক-নাগরিক সমাজ নিয়ে বিরূপ মন্তব্য নয়: দলীয় নেতাকর্মীদের নম্র হওয়ার বার্তা অভিষেকের

Date:

আর জি করের চিকিৎসক পড়ুয়ার নৃশংস ধর্ষণ-খুনের ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবিতে সরব সারাবাংলা। বিভিন্ন জায়গায় প্রতিবাদ আন্দোলন চলছে। জুনিয়র ডাক্তার ও নাগরিক সমাজের আন্দোলন সম্পর্কে দলীয় নেতা-কর্মীদের বিরূপ মন্তব্য না করার বার্তা দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। সোমবার রাতে সিবিআই-এর হাতে আরজি করের (R G Kar Madical College And Hospital) প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ গ্রেফতার হওয়ার কিছুক্ষণ পরেই নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে অভিষেক বলেন, দলের জন প্রতিনিধিদের আরও নম্র ও সহানুভূতিশীল হতে হবে।

আরজি করের ঘটনা নিয়ে প্রথম থেকেই সরব অভিষেক। এই জঘন্য ঘটনায় দোষীর সাতদিনের মধ্যে এনকাউন্টার করার আইন আনার পক্ষেও সওয়াল করেন তৃণমূল সাংসদ। জুনিয়র ডাক্তারদের ক্ষোভ সঙ্গত বলেও মন্তব্য করেন তিনি। তবে এই বিষয় নিয়ে দলেরই কয়েকজন নেতানেত্রীর মন্তব্য অস্বস্তিতে ফেলেছে তৃণমূলকে। যার জেরে কড়া পদক্ষেপও করতে হয়েছে সোমবারই। এরপরই সন্ধেয় বার্তা দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন,
“দলের জনপ্রতিনিধিদের আরও নম্র ও সহানুভূতিশীল হতে হবে।
আমি তৃণমূলের সবাইকে অনুরোধ করছি চিকিৎসক বা নাগরিক সমাজের কারও সম্পর্কে বিরূপ মন্তব্য করবেন না।
প্রত্যেকেরই প্রতিবাদ করার এবং নিজের মত প্রকাশ করার অধিকার রয়েছে। এটাই পশ্চিমবঙ্গকে অন্যান্য বিজেপিশাসিত রাজ্য থেকে আলাদা করে।
আমরা বুলডোজার মডেল এবং রাজনীতির নিপীড়ন কৌশলের বিরুদ্ধে আন্তরিকভাবে লড়াই করেছি।
এই ধরনের ভয়াবহ ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তা নিশ্চিত করার জন্য গঠনমূলক পদক্ষেপ নেওয়ার এখনই সময়।”

এই পোস্ট ফের ধর্ষণ-খুনের মতো ঘটনায় দ্রুত আইন কার্যকর করার বিষয় নিয়ে সরব হন অভিষেক (Abhishek Bandyopadhyay)। লেখেন,
“এই লড়াইয়ে বাংলাকে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে এবং যতক্ষণ না অপরাধীদের শাস্তি না হয় এবং রাজ্য ও কেন্দ্র সরকার উভয়ের দ্বারা একটি ধর্ষণ-বিরোধী সময়-বাধা আইন প্রণয়ন করা না হয় ততক্ষণ পর্যন্ত থামা যাবে না।”













Related articles

২৪ ঘণ্টা পার: উত্তরপ্রদেশে পাথরখনি ধসে আটকে ১৫ শ্রমিক! মৃত ২

নিয়ম না মেনে খনিতে বিস্ফোরণ ঘটানো। তার জেরে বড় সড় ধস উত্তরপ্রদেশের শোনভদ্রের পাথর খনিতে (stone quarry)। শুক্রবার...

লালকেল্লার কাছে বিস্ফোরণস্থলে সেনা কার্তুজ উদ্ধার! উৎস নিয়ে বাড়ছে ধোঁয়াশা 

দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের ঘটনায় (Car blast near Red fort) এবার এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এল। রবিবার...

বিহারে হঠাৎ বাড়ল ৩ লক্ষ ভোটার! কমিশনের তথ্যেই কারচুপি প্রমাণিত

বিহার নির্বাচনে বিজেপির অস্ত্র নির্বাচন কমিশন। বারবার নির্বাচনের আগে বিরোধী দলগুলি সেই অভিযোগেই সরব ছিল। বিহারে এসআইআর (Bihar...

বাংলাদেশের জেলে কাকদ্বীপের মৎস্যজীবীর রহস্যমৃত্যু, পরিকল্পনা করে খুন! অভিযোগ পরিবারের

'ভুলবশত' বাংলাদেশের আন্তর্জাতিক জলসীমা (Bangladesh water border) অতিক্রম করে প্রতিবেশী রাষ্ট্রে ঢুকে পড়েছিল কাকদ্বীপের মৎস্যজীবী। ৩২ বছরের বাবলু...
Exit mobile version