Tuesday, November 18, 2025

সিবিআই তদন্তের পরেও রায়দান হয়নি প্রায় সাত হাজার মামলার: রিপোর্ট ভিজিলেন্স কমিশনের

Date:

নিয়োগ মামলা থেকে শুরু করে রাজ্যের একাধিক মামলায় সিবিআই তদন্তের পক্ষে বরাবর সওয়াল করেছে গেরুয়া শিবির। একাধিক মামলাও গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে। পাশাপাশি আর কি কর কাণ্ডের তদন্তের ভারও নিয়েছে সিবিআই। কিন্তু সিবিআই তদন্তে আদৌ কতটা সন্তোষজনক?

কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশনের রিপোর্ট কিন্তু হতাশাজনক।আদালতের নির্দেশে বাংলা সহ বিভিন্ন রাজ্যের একাধিক মামলার তদন্তভার নিয়েছে সিবিআই। এর মধ্যে রয়েছে বিভিন্ন দুর্নীতির মামলাও। বেশ কিছু মামলার সফল সমাধান হলেও বহু মামলা এখনও রায়দানের অপেক্ষায় বিভিন্ন এজলাসে বন্দি। কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, সিবিআই তদন্তের পরেও বাকি আছে ৬৯০০ মামলার রায়দান! এই সবই দুর্নীতি সংক্রান্ত মামলা। কমিশনের বিস্তারিত রিপোর্ট বলছে, দীর্ঘ ২০ বছর ধরে বিচারপ্রক্রিয়া চলছে প্রায় ৩৬১টি মামলার। পুনর্বিবেচনার আবেদন জানানো ১৩ হাজার মামলাও ২০ বছর ধরে ফাইলবন্দি হয়ে ঘুরে বেড়াচ্ছে আদালতেই।

কেন এই শোচনীয় অবস্থা? ভিজিল্যান্স কমিশনের মতে হাজার হাজার শূন্যপদে নিয়োগ না হওয়ার কারণেই এই করুণ ছবি। ফলে বিভিন্নক্ষেত্রে একাধিকজনের কাজ সামলাতে হচ্ছে একজনকে। স্বাভাবিক ভাবেই এক একটি মামলা চলছে বছরের পর বছর ধরে। সময় লাগছে ৫, ১০, ১৫ এমনকি ২০ বছরও! যা শুনে চোখ কপালে উঠেছে অনেকের। ফলে, দুর্নীতির তদন্তে নেমে সিবিআই চূড়ান্ত চার্জশিট দিলেও আদালতেই আটকে থাকছে বহু মামলা।

তবে সিবিআই নিজেও যে বিরাট সফল নয়, তা প্রমাণিত হয়ে গিয়েছে কমিশনের রিপোর্টেই। এখনও ৫৬৮টি মামলার তদন্ত শেষ করতেই পারেনি এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর মধ্যে আবার ৫ বছর ধরে তদন্ত চলছে ৪৮টি মামলার। কারণ? সেই লোকবলের অভাব। এখনও ফাঁকা প্রায় ১৬০০ পদ।

আরও পড়ুন- চিকিৎসক-নাগরিক সমাজ নিয়ে বিরূপ মন্তব্য নয়: দলীয় নেতাকর্মীদের নম্র হওয়ার বার্তা অভিষেকের

 

Related articles

এনুমারেশন ফর্ম পূরণে হেল্পলাইন চালু হাওড়ায়, সপ্তাহভর সাহায্য মিলবে ভোটারদের 

হাওড়া জেলা নির্বাচনী দফতর সোমবার থেকে শুরু করে ভোটারদের এনুমারেশন ফর্ম পূরণে সহায়তার জন্য দুইটি হেল্পলাইন চালু করেছে।...

স্ত্রীর পরকীয়া সন্দেহে প্রতিবেশীকে কাঁচি দিয়ে আঘাত স্বামীর, হাসপাতালে যুবক 

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক সন্দেহে প্রতিবেশী এক যুবককে কাঁচি দিয়ে এলোপাথাড়ি আঘাত করল পেশায় দর্জি শেখ শাহরুখ। ঘটনাটি ঘটেছে...

বাগুইআটিতে অ্যাপ ক্যাবে আকস্মিক আগুন, আতঙ্ক এলাকায় 

বাগুইআটি উড়ালপুলের নীচে সোমবার সন্ধ্যায় হঠাৎই আগুন ধরে যায় একটি অ্যাপ ক্যাবে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত...

শীর্ষ আদালতে এসএসসি–র জনস্বার্থ মামলা শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সঞ্জয় কুমার 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)–র নিয়োগ সংক্রান্ত নতুন জনস্বার্থ মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয়...
Exit mobile version