Tuesday, August 26, 2025

সিবিআই তদন্তের পরেও রায়দান হয়নি প্রায় সাত হাজার মামলার: রিপোর্ট ভিজিলেন্স কমিশনের

Date:

নিয়োগ মামলা থেকে শুরু করে রাজ্যের একাধিক মামলায় সিবিআই তদন্তের পক্ষে বরাবর সওয়াল করেছে গেরুয়া শিবির। একাধিক মামলাও গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে। পাশাপাশি আর কি কর কাণ্ডের তদন্তের ভারও নিয়েছে সিবিআই। কিন্তু সিবিআই তদন্তে আদৌ কতটা সন্তোষজনক?

কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশনের রিপোর্ট কিন্তু হতাশাজনক।আদালতের নির্দেশে বাংলা সহ বিভিন্ন রাজ্যের একাধিক মামলার তদন্তভার নিয়েছে সিবিআই। এর মধ্যে রয়েছে বিভিন্ন দুর্নীতির মামলাও। বেশ কিছু মামলার সফল সমাধান হলেও বহু মামলা এখনও রায়দানের অপেক্ষায় বিভিন্ন এজলাসে বন্দি। কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, সিবিআই তদন্তের পরেও বাকি আছে ৬৯০০ মামলার রায়দান! এই সবই দুর্নীতি সংক্রান্ত মামলা। কমিশনের বিস্তারিত রিপোর্ট বলছে, দীর্ঘ ২০ বছর ধরে বিচারপ্রক্রিয়া চলছে প্রায় ৩৬১টি মামলার। পুনর্বিবেচনার আবেদন জানানো ১৩ হাজার মামলাও ২০ বছর ধরে ফাইলবন্দি হয়ে ঘুরে বেড়াচ্ছে আদালতেই।

কেন এই শোচনীয় অবস্থা? ভিজিল্যান্স কমিশনের মতে হাজার হাজার শূন্যপদে নিয়োগ না হওয়ার কারণেই এই করুণ ছবি। ফলে বিভিন্নক্ষেত্রে একাধিকজনের কাজ সামলাতে হচ্ছে একজনকে। স্বাভাবিক ভাবেই এক একটি মামলা চলছে বছরের পর বছর ধরে। সময় লাগছে ৫, ১০, ১৫ এমনকি ২০ বছরও! যা শুনে চোখ কপালে উঠেছে অনেকের। ফলে, দুর্নীতির তদন্তে নেমে সিবিআই চূড়ান্ত চার্জশিট দিলেও আদালতেই আটকে থাকছে বহু মামলা।

তবে সিবিআই নিজেও যে বিরাট সফল নয়, তা প্রমাণিত হয়ে গিয়েছে কমিশনের রিপোর্টেই। এখনও ৫৬৮টি মামলার তদন্ত শেষ করতেই পারেনি এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর মধ্যে আবার ৫ বছর ধরে তদন্ত চলছে ৪৮টি মামলার। কারণ? সেই লোকবলের অভাব। এখনও ফাঁকা প্রায় ১৬০০ পদ।

আরও পড়ুন- চিকিৎসক-নাগরিক সমাজ নিয়ে বিরূপ মন্তব্য নয়: দলীয় নেতাকর্মীদের নম্র হওয়ার বার্তা অভিষেকের

 

Related articles

ডুবিয়েছে “আগে রাম পরে বাম” থিওরি! বিস্ফোরক পোস্ট বাম জমানার প্রয়াত মন্ত্রীর ভাইপোর, এক সুর সূর্যকান্তরও

তৃণমূলকে ঠেকাতে রাজ্যে রাম-বাম (BJP-Left) হাত মিলিয়েছে। কোথাও বামের সমর্থন করেছে বিজেপিকে (BJP)। কোনও উল্টোটা। এই অভিযোগ শাসকদলের...

কাশ্মীরে বন্যা পরিস্থিতি, দুর্যোগে মৃত ৫ তীর্থযাত্রী, স্থগিত বৈষ্ণোদেবী যাত্রা

ভয়াবহ বিপর্যয় জম্মু ও কাশ্মীরে। উপত্যকার ডোডা জেলায় ভারী বৃষ্টিপাতের কারণে অন্তত নয় জনের মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে।...

আইএসএল শুরু হওয়ার সম্ভাব্য দিন ২৪ অক্টোবর!

সরকারীভাবে ঘোষণা না হলেও আইএসএলের(Indian Super League) সম্ভাব্য দিন নিয়ে একটা আলোচনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে আগামী ২৪...

পুত্র ‘জাতিস্মর’! বেসবল খেলোয়াড়ের মায়ের অবাক করা দাবি ঘিরে চাঞ্চল্য

খেলার মাঠে বিস্ময় বালকদের কথা প্রায়ই শোনা যায়। তারা খবরের শিরোনামে উঠে আসে তাদের ক্রীড়া প্রতিভার জোরে। কিন্তু...
Exit mobile version