প্যারিস প্যারালিম্পিক্সে ফের সোনার পদক জয় ভারতের। পুরুষদের ব্যাডমিন্টনের সিঙ্গলসে এসএল ইভেন্টে সোনার জিতলেন ভারতীয় শাটলার নীতেশ কুমার। ফাইনালে তিনি হারালেন গ্রেট ব্রিটেনের ড্যানিয়েল বেথেলকে। ম্যাচের ফলাফল ২১-১৪, ১৮-২১, ২৩-২১ । এই সোনার পদক জয়ের প্যারিস প্যারালিম্পিক্সে ভারতের ঝুলিতে ঢুকল দ্বিতীয় সোনা।
এদিন প্যারিসে প্যারালিম্পিক্সে ফাইনালে বেশ লড়াই হয় নীতেশ এবং ড্যানিয়েলের মধ্যে। শুরুটা ভালো করেন ভারতীয় শাটলার। ভারতের প্যারা শাটলার প্রথম গেম জেতেন ২১-১৪-এ । দ্বিতীয় গেমে দারুণ ভাবে ফিরে আসেন বেথেল। দ্বিতীয় গেম ড্যানিয়েল বেথেল জিতে নেন ২১-১৮-এ। তৃতীয় গেমেও দারুণ লড়াই হয়। শেষমেশ নীতেশ জিতে নেন ২৩-২১-এ।
এদিন ব্যাডমিন্টন থেকে সোনা ঘরে তোলায় ভারতের ঝুলিতে এল দ্বিতীয় সোনা। দুরন্ত ফর্ম ধরে রেখেই প্যারিসে ফাইনালে পৌঁছেছিলেন নীতেশ। সেমিফাইনালে জাপানের দাইসুকে ফুজিহারাকে তিনি হারান ২১-১৬, ২১-১২ পয়েন্টে।
আরও পড়ুন- বর্ডার গাভাস্কর ট্রফিতে ভারতেকেই এগিয়ে রাখলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর