Wednesday, December 3, 2025

R G Kar: “এই দাবানল ছড়িয়ে পড়ুক”-গান বেঁধে প্রতিবাদ কুণালের

Date:

Share post:

গায়ক না হলেও সুকণ্ঠী হিসেবে সুনাম আছে তৃণমূল (TMC) নেতা কুণাল ঘোষের (Kunal Ghosh)। মাঝে মধ্যেই মাইক হাতে খালি গলায় গান ধরতে দেখা যায় তাঁকে। এবার আর জি কর-কাণ্ডের প্রতিবাদে এবার গান বেঁধে শোনালেন তৃণমূল নেতা কুণাল। একই সঙ্গে শুধু বাংলা নয়, সারাদেশেও এই ধরনের ঘটনার প্রতিবাদের দাবিও তাঁর গানে তোলেন কুণাল।

নিজেই গানটি গেয়ে পোস্ট করেন কুণাল ঘোষ। তবে, প্রথমে তিনি জানান, ”আমি গায়ক নই, আমি গান শুনি। কিছু লেখালেখি করি।” তিলোত্তমার বিচারের দাবিতে লাগাতার আন্দোলন চলছে। চলছে প্রতিবাদ। এবার গান বেঁধেল প্রতিবাদ করলেন তৃণমূল নেতা। লিখলেন,
”এই দাবানল ছড়িয়ে পড়ুক
স্লোগান ভরা মিছিল চাই।
ঘড়ির সময় যাচ্ছে চলে
বিচার দাও সিবিআই”

গানের শুরুতে কুণাল (Kunal Ghosh) জানান, ”আমি গায়ক নই, আমি গান শুনি। কিছু লেখালেখি করি। তার মধ্যে দুএকটা গান লিখেছিলাম। কিছু লোক গেয়েও ছিলেন। গানা ডট কমে পাওয়া যাবে। চলতি পরিস্থিতিতে একটা চেষ্টা করলাম। দেখবেন। পেশাদার গায়কদের মতো, গুণগত বিচার করবেন না। আমি গায়ক নই।”

গানে কুণাল লেখেন,
”আর কবে, আর কবে, আর কবে,
চোখ খুলে, মন খুলে গান হবে…
আর কবে, আর কবে, আর কবে,
রং না বেছে, দল না বেছে গান হবে।
আর কবে আর কবে আর কবে…
হিন্দিতেও প্রতিবাদী গান হবে।”

এর আগে আরজি কর কাণ্ডের প্রতিবাদে গান বেঁধেছিলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং। অরিজিতের প্রশংসা করেও গানকে কটাক্ষ করেন কুণাল। স্যোশাল মিডিয়ায় স্পষ্ট লিখেছিলেন, ”অরিজিৎ সিং অপূর্ব গায়ক। ছেলেটিও ভালো। তিলোত্তমার ন্যায়বিচার চেয়ে গানটি যথাযথ, সমর্থন করি। কিন্তু সমস্যা হল বিবেক জাগে শুধু বাংলায়। মহারাষ্ট্রের বদলাপুর নিয়ে হিন্দিতে গান হয় না। বা সাক্ষী মালিকদের নিয়ে। কারণ ওটা মূল কর্মক্ষেত্র, হিন্দিজগত, কাজ, টাকা, কেরিয়ার, তাই চুপ?” এবার আরজি কর কাণ্ডের প্রতিবাদে নিজের গানেও সেই প্রশ্ন তুললেন তৃণমূল নেতা। লেখেন,
”আর কবে আর কবে আর কবে…
হিন্দিতেও প্রতিবাদী গান হবে।”











spot_img

Related articles

Group C-Group D-র ‘যোগ্য’দের তালিকা প্রকাশের নির্দেশ হাই কোর্টের, মিলবে বয়সজনিত ছাড়

২০১৬-র নিয়োগ প্রক্রিয়ায় গ্রুপ সি ও গ্রুপ ডির (Group C and Group D) 'যোগ্য'দের তালিকা প্রকাশের নির্দেশ দিলেন...

রায়পুরে বৃষ্টি নাকি পাটা পিচে প্রচুর রান, অনুকূল আবহাওয়ায় চনমনে মেজাজে ভারত

ফের টস হারল ভারত। এই দিয়ে টানা কুড়ি বার। প্রথমে বল করা সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা (Ind vs...

রাজ্যে ফের পারদ পতন! বুধে নিম্নমুখী তাপমাত্রা 

পশ্চিমী ঝঞ্ঝা আর ঘূর্ণিঝড় শীতের ইনিংসের সাময়িক বাধা দিলেও হাওয়া অফিসের (Weather Department) পূর্বাভাস মতোই বুধবার থেকে তাপমাত্রার...

দিল্লি নয়, সোনালিকে বীরভূমে ফেরানোর সুপ্রিম নির্দেশ! কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন শীর্ষ আদালতের

সুপ্রিম কোর্টে সোনালি বিবি (Sonali Bibi Case in Supreme Court) মামলায় বড় নির্দেশ দিলেন প্রধান বিচারপতি সূর্যকান্ত।সোনালি খাতুন...