Thursday, August 21, 2025

ইডি-র হাতে আপ বিধায়কের গ্রেফতারির দিনই জেল মুক্তি দুই আপ ঘনিষ্ঠের। একদিকে দু বছরের পুরোনো একটি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেফতার আপ বিধায়ক আমানতুল্লা খান। অন্যদিকে দিল্লি আবাগারি নীতি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে জেলমুক্তি আপের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত নেতা বিজয় নায়ার। আবার স্বাতী মালিওয়ালের শারীরিক হেনস্থা মামলায় সর্বোচ্চ আদালতের নির্দেশে জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়ালের আপ্ত সহায়ক বিভব কুমার।

সোমবার সকালে হঠাৎই আপ বিধায়ক আমানতুল্লার বাড়িতে হানা দেয় ইডি আধিকারিকরা। সকালে সোশ্যাল মিডিয়ায় গ্রেফতারির আশঙ্কা প্রকাশ করেন আমানতুল্লা। প্রায় পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ও তল্লাশির পরে গ্রেফতার করা হয় আমানতুল্লাকে। তবে তিনি দাবি করেন, ওয়াকফ বোর্ডের অর্থ তছরুপ একটি পুরোনো মামলা। সেই পুরোনো মামলায় গ্রেফতারের অর্থ আপের শক্তিকে বল প্রয়োগ করে ভাঙার চেষ্টা। দুই বছর ধরে এই মামলা তাঁকে হেনস্থা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

অন্যদিকে ২৩ মাস পরে জেলমুক্ত হলেন আপের মিডিয়া সেলের প্রধান বিজয় নায়ার। আবগারি নীতি মামলায় যেভাবে গ্রেফতার হয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, সেভাবেই ২৩ মাস আগে গ্রেফতার হয়েছিলেন বিজয়। এই মামলায় কেন্দ্রীয় এজেন্সিকে কড়া ভাষায় ভর্ৎসনা করে বিচারপতি ঋষিকেশ রায় ও বিচারপতি এসএনভি ভাট্টির ডিভিশন বেঞ্চ। সর্বোচ্চ আদালত জানায় বিচার ছাড়া এভাবে কাউকে এতদিন জেলে রাখা যায় না। সেই সঙ্গে মিডিয়া সেল পরিচালক হিসাবে সংবিধানের বাকস্বাধীনতার ধারাকে মাথায় রেখে তদন্ত করা উচিত। যে মামলায় সর্বোচ্চ সাত বছরের বেশি শাস্তি হতে পারে না, সেখানে ২৩ মাস বিচারবিভাগীয় হেফাজত আইনকে লঙ্ঘন করছে বলে পর্যবেক্ষণ আদালতের।

আবার আপ নেত্রী স্বাতী মালিওয়ালের করা শারীরিক হেনস্থার মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন বিভব কুমার। বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চের পর্যবেক্ষণ এই মামলাতেও অভিযুক্তের জামিন প্রাপ্য। ইতিমধ্যেই তিনি ১০০ দিন জেলে থেকেছেন। সেই সঙ্গে চিকিৎসার ভাষায় অভিযোগকারীর সামান্য আঁচড়ের দাগ রয়েছে। সেক্ষেত্রে অভিযুক্তের জামিন প্রাপ্য বলেই সিদ্ধান্ত জানায় আদালত।

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version