Thursday, November 13, 2025

মিলল না সমাধানসূত্র! তৃতীয় দফার আলোচনার পরেও অনড় জুনিয়র চিকিৎসকরা

Date:

পুলিশের পক্ষ থেকে বিভিন্ন প্রস্তাব নিয়ে আসার পরও অনড় জুনিয়র ডাক্তাররা। এই নিয়ে ফিয়ার্স লেনে পুলিশের সঙ্গে আন্দোলনকারী ডাক্তারদের তিন দফা আলোচনা হলেও বেরাল না কোনও সমাধানসূত্র। রাস্তা দখল থেকে রাত দখলের এমনকি দাবি না মানা পর্যন্ত অবস্থানে থাকার হুঁশিয়ারি দিয়েছেন ডাক্তাররা।

এর আগে আন্দোলনকারীদের সঙ্গে দেখা করে ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায় বলেছিলেন, চিকিৎসকদের ২০জনের প্রতিনিধি দল লালবাজার পর্যন্ত গিয়ে সিপি বিনীত গোয়েলের সঙ্গে দেখা করতে পারেন। বলেছিলেন, ফিয়ার্স লেনে শান্তিপূর্ণ অবস্থান ও আন্দোলন করলেও পুলিশের আপত্তি নেই। তারপরে আরও একবার একই বার্তা দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। তৃতীয়বারে অ্যাডিশনাল সিপি এসে বলেন, জমায়েত থাকুক ফিয়ার্স লেনেই। প্রতিনিধি দল সরাসরি লালবাজারে গিয়ে তাঁদের দাবি জানিয়ে ডেপুটেশন দিতে পারেন। তবে তা মানতে নারাজ আন্দোলনকারীরা।

জুনিয়র চিকিৎসকদের দাবি, ফিয়ার্স লেন থেকে ব্যারিকেড তুলে নিয়ে মিছিলকে যেতে দিতে হবে বেন্টিঙ্ক পর্যন্ত। সেখানে মিছিল অবস্থান করবে। ওখান থেকে ২০জনের প্রতিনিধি দল যাবে লালবাজার পর্যন্ত। দাবি তোলা হয়, তা না হলে হয় সিপি এসে আন্দোলনকারীদের সঙ্গে দেখা করে দাবিপত্র জমা নিক বা ইস্তফা দিক। তবে পুলিশের বক্তব্য, লালবাজার থেকে আধ ঘণ্টা দূরত্বের অঞ্চল বেন্টিঙ্ক থেকে ১৬৬ধারা জারি তাই কোনও মতেই আন্দোলনকারীদের যেতে দেওয়া সম্ভব নয়।

আরও পড়ুন- ইডি-১, আপ-২; এক গ্রেফতারির দিনেই জেলমুক্তি দুজনের

আন্দোলনকারী ডাক্তারদের তরফে সিপিকে দেওয়া ১০ মিনিটের ডেডলাইন পেরিয়ে প্রায় ১ ঘণ্টার বেশি হয়ে গেলেও এখনও নিজেদের দাবিতে অনড় তাঁরা। ফিয়ার্স লেনে ব্যারিকেড না ভেঙেই অবস্থানস্থল থেকেই লাউড স্পিকারে গান চালিয়ে, স্লোগান দিয়ে ও ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে নিজেদের প্রতিবাদ কর্মসূচি চালাতে থাকেন জুনিয়র ডাক্তাররা। রাস্তার ওপরেই প্রতিবাদের ছবি আঁকার পাশাপাশি লিখতে শুরু করেন স্লোগান। অন্যদিকে, ব্যারিকেডের অপর প্রান্তে বসে ও দাঁড়িয়ে সজাগ পুলিশ বাহিনীও। এখনও পর্যন্ত আন্দোলনকারী ও পুলিশ দুপক্ষেই নিজেদের অবস্থানে অনড়।

 

 

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version