ইউক্রেনের ড্রোন, না রাশিয়ার প্রতিরক্ষা! পাল্টা হামলায় জড়সড় পুতিন

ড্রোন হামলার লক্ষ্য ছিল রাশিয়ার মস্কো সহ ১৫টি জায়গা। জেলেনেস্কি বাহিনীর হানায় পুতিনের রাজধানীর একটি তেল সংশোধনাগারে আগুন লেগে যায়

রাশিয়ার প্লেন গুলি করে নামানো থেকে চোরা হামলায় রাশিয়ার সেনাবাহিনীকে বন্দি। ইউক্রেনের পাল্টা চালে নাস্তানাবুদ রাশিয়া। এবার ইজরায়েলের কায়দায় ড্রোন হামলা চালালো ভলোডাইমার জেলেনস্কির বাহিনী। যদিও পাল্টা পুতিন প্রশাসনের দাবি, রাশিয়া সেই হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে।

পুতিন সরকারের দাবি, শনিবার রাতে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে মস্কো সহ রাশিয়ার একাধিক শহরে। তবে তার নাকি যোগ্য জবাবও দিয়েছে মস্কো। গুঁড়িয়ে দেওয়া হয়েছে ইউক্রেনের ১৫৮টি ড্রোন।

ইউক্রেনের ড্রোন হামলার লক্ষ্য ছিল রাশিয়ার মস্কো সহ ১৫টি জায়গা। জেলেনেস্কি বাহিনীর হানায় পুতিনের রাজধানীর একটি তেল সংশোধনাগারে আগুন লেগে যায়। শুধু তাই নয় কাশিরা বিদ্যুৎ কেন্দ্র ও কোনাকোভো নামে বিদ্যুৎ কেন্দ্রগুলির কাছেও নাকি বিস্ফোরণ হয়েছে।

ড্রোন হামলার রাস্তা প্রথম রাশিয়াই দেখিয়েছে। কয়েকদিন আগেই ইরানের থেকে নেওয়া ড্রোনে যুদ্ধ বিধ্বস্ত দেশে হামলা চালিয়েছিল পুতিন বাহিনী। আকাশ ও স্থলপথে বারবার তাঁর সেনাবাহিনী ইউক্রেন বাহিনীর হাতে ধরে পড়ে যাওয়ায় বন্ধু ইরানের থেকে সাহায্য নিয়েছিল তাঁরা। সেবার ধ্বংস হয়েছিল ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্র। শনিবার তারই প্রতিশোধ নিতে রাশিয়ার বিদ্যুৎকেন্দ্রের হামলা চালায় জেলেনস্কির বাহিনী।