টেস্ট বিশ্বকাপ ফাইনালের দিন ঘোষণা করল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি। ২০২৫ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে লর্ডসে। এমনটাই জানান হল আইসিসির পক্ষ থেকে। ১১ জুন থেকে শুরু হবে খেলা । পাঁচ দিনের খেলা চলবে ১৫ জুন । ১৬ জুন রাখা হয়েছে রিজার্ভ দিন।

এই নিয়ে আইসিসি তরফ থেকে বলা হয়েছে, “ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। যে দুই দেশ ফাইনালে খেলে, তাদের বাইরে অন্য দেশের সমর্থকেরাও এই খেলা দেখতে যান। এ বারেও সেই ছবি দেখা যাবে। ”

দু’বছর ধরে টেস্ট খেলিয়ে দেশগুলি একে অপরের সঙ্গে সিরিজ খেলে। তারপরে পয়েন্টের শতাংশ অনুযায়ী শীর্ষে থাকা দুই দল খেলে বিশ্বটেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। ২০২১ সালে ফাইনাল খেলেছিল ভারত ও নিউজিল্যান্ড। সেবার ভারতকে নেতৃত্ব দিয়েছিল বিরাট কোহলি। ওই ম্যাচ জিতেছিলেন নিউজিল্যান্ড। ২০২৩ সালে ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও অস্ট্রেলিয়া। সেবার জিতেছিল অস্ট্রেলিয়া।

আরও পড়ুন- আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা সুয়ারেজের, কবে খেলবেন দেশের জার্সিতে শেষ ম্যাচ ?

