আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা সুয়ারেজের, কবে খেলবেন দেশের জার্সিতে শেষ ম্যাচ ?

এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় সুয়ারেজ লেখেন, “ শুক্রবার দেশের হয়ে শেষ ম্যাচ খেলব। চোটের জন্য অবসর বা জাতীয় দলে সুযোগ পাচ্ছি না এমন নয়।

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন উরুগুয়ের তারকা ফুটবলার লুইস সুয়ারেজ। ১৭ বছরের আন্তর্জাতিক কেরিয়ার শেষ করলেন তিনি। শুক্রবার দেশের হয়ে শেষ ম্যাচ খেলবেন সুয়ারেজ। ভারতীয় সময় শনিবার ভোরে প্যারাগুয়ের সঙ্গে ম্যাচের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে চলেছেন ৩৭ বছরের ফুটবলার। এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় এমনটাই জানান উরুগুয়ে ফুটবলার।

এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় সুয়ারেজ লেখেন, “ শুক্রবার দেশের হয়ে শেষ ম্যাচ খেলব। চোটের জন্য অবসর বা জাতীয় দলে সুযোগ পাচ্ছি না এমন নয়। এটা ভেবেই শান্তি পাচ্ছি যে, আমি নিজের ইচ্ছায় অবসর নিতে পারছি। শেষ ম্যাচ পর্যন্ত আমি নিজের ১০০ শতাংশ দেব। স্বপ্ন ছিল, আমার সন্তানরা দেখবে যে আমি দেশের হয়ে বড় কিছু জিতেছি।” এরপর তিনি আরও বলেন, “ আন্তর্জাতিক কেরিয়ারের শেষ গোলটা দেখে ওরা খুশি। যদিও তাতে ট্রফি পাইনি। তবু ওরা আনন্দিত হয়েছে, সেটাই আমার পাওনা। কোপা আমেরিকার পরই আমি অবসর নিতে পারতাম। কিন্তু পরিস্থিতি বিবেচনা করে ঠিক করি, ঘরে মাঠে নিজের লোকেদের সামনে অবসর নেব। চেয়েছিলাম, আমার সন্তানরা সেই অভিজ্ঞতার সাক্ষী থাক।” শুক্রবার প্যারাগুয়ের বিরুদ্ধে খেলবেন সুয়ারেজ। ২০২৬ সালের বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ চলছে।

দেশের হয়ে ১৪২টি ম্যাচ খেলেছেন সুয়ারেজ। ২০০৭ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় উরুগুয়ের ফুটবলারের। ২০১০ সালে উরুগুয়েকে বিশ্বকাপের সেমিফাইনালে তোলার নেপথ্যে ছিলেন তিনি। উরুগুয়ের জার্সিতে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড রয়েছে সুয়ারেজের দখলে। ৬৯টি গোল করেছেন তিনি।

আরও পড়ুন-  প্যারিস প্যারালিম্পিক্সে তৃতীয় সোনা ভারতের, জ্যাভলিনে সোনা সুমিতের


Previous articleধর্ষণ-বিরোধী আইন আনতে নেতৃত্ব দিচ্ছে বাংলা: ৫০ দিনে বিচারের দাবিতে ফের আওয়াজ তুললেন অভিষেক
Next articleএকনজরে আজকের পেট্রোল-ডিজেলের দাম