Thursday, August 21, 2025

খুনের আশঙ্কা করেছিলেন, ট্রেনেই রহস্য মৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিকের

Date:

ফের ভিন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকের মৃত্যু। হরিয়ানার পর এবার মহারাষ্ট্রের নাগপুর। কালনার শুভ দত্ত কাজ করত মুম্বইয়ের আন্ধেরিতে। বাড়ি ফেরার পথে রহস্যজনক ভাবে মৃত্যু হয় তার। পরিবার সূত্রে খবর, ট্রেন থেকেই খুনের আশঙ্কার কথা জানিয়েছিল শুভ। বলেছিল, বেশ কয়েকজন তার পিছু নিয়েছে। আর তারপরেই খবর এল মৃত্যু হয়েছে বাংলার পরিযায়ী শ্রমিকের।

ভিন রাজ্যে কাজে গিয়ে বারবার মৃত্যু হয়েছে বাংলার পরিযায়ী শ্রমিকের। বিগত কয়েক মাসে সিকিম, কেরল, মহারাষ্ট্র, ওড়িশা, হরিয়ানা থেকে বারবার খবর এসেছে বাংলার পরিযায়ী শ্রমিকের মৃত্যুর। গত ২৭ অগাস্ট গরুমাংস খাওয়ার অভিযোগ তুলে গণপিটুনি দিয়ে হরিয়ানায় খুন করা হয়েছিল বাংলার বাসন্তীর এক পরিযায়ী শ্রমিককে। তারপর ফের এল বাংলার পরিযায়ী শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর খবর।

মুম্বইয়ের আন্ধেরির একটি সোনার দোকানে কাজ করতেন কালনার শুভ (৩২)। ওই যুবকের বিবাহ বিচ্ছেদের মামলাও চলছিল। বাড়ির উদ্দেশ্যে শনিবার রাত ৯টার হাওড়া-মুম্বই ট্রেনে চড়েছিল সে। রবিবার থেকেই হঠাৎ বন্ধ হয়ে গিয়েছিল তার ফোন। এরপরে ওই ফোন থেকেই তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে জানানো হয়, শুভর মৃত্যু হয়েছে। পাঠানো হয়েছিল ছবিও। মৃতের পরিবারের দাবি, রবিবার ভিডিও কল করে ছেলে বলেছিল তাকে বেশ কয়েকজন খুন করার চেষ্টা করছে। এক বন্ধুকেও কল করে জানিয়েছিল, ব্লেড নিয়ে কেউ তাকে লক্ষ্য রাখছে। তারপর থেকেই আর যোগাযোগ করা যায়নি শুভর সঙ্গে। সোমবার সকাল সাড়ে ৯টা নাগাদ আসে মৃতের দেহের ছবি। পরিবারের দাবি, রেলকর্মীর পরিচয় দিয়ে একজন ওই ফোনটি করেছিলেন। বলা হয়েছিল, দেহের কাছ থেকেই মোবাইলটি পাওয়া গিয়েছে।

ছেলের মৃত্যুর খবর পেয়েই মৃতের পরিবার যোগাযোগ করে কালনা জিআরপি ও থানার সঙ্গে। যোগাযোগ করা হয় মহারাষ্ট্র পুলিশের সঙ্গেও। হাওড়া আরপিএফ ও জিআরপির সঙ্গেও মৃতের পরিবার দেখা করে অভিযোগ জানান।

কালনা জিআরপি সূত্রে খবর, নাগপুর স্টেশন সংলগ্ন একটি রেললাইনের ধার থেকে উদ্ধার হয়েছিল দেহ। ওই ট্রেনের টিটি ও জিআরপি’র পক্ষ থেকে বলা হচ্ছে, ট্রেনের ভেতরে ছোটাছুটি করছিল ওই যুবক। সম্ভবত মানসিক ভারসাম্যহীন ছিল। জিআরপির প্রাথমিক অনুমান, ট্রেন থেকে পড়েই মৃত্যু হয়েছে ওই যুবকের। ঠিক কী কারণে মৃত্যু, তা জানতে তদন্ত চলছে।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version