Sunday, January 11, 2026

চুক্তি ভিত্তিক কর্মীদের দায়িত্ববোধ থাকে? রাজ্যকে নিয়োগে ‘না’ হাইকোর্টের

Date:

Share post:

রাজ্যের চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগে ভিন্ন মত প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। একদিকে চুক্তিভিত্তিক কর্মীদের কাজের নিশ্চয়তা ও অন্যদিকে কাজের মান নিয়ে প্রশ্ন তোলে আদালত। এই প্রসঙ্গে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা আদালতে চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগে নিষেধাজ্ঞা জারি করে হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ।

এবছরের শুরুতে এই দুই আদালতে চুক্তি ভিত্তিক কর্মী নিয়োগ করার বিজ্ঞপ্তি জারি হলে তার বিরুদ্ধে হাইকোর্টে মামলা হয়। বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের বেঞ্চ সেই মামলায় নিয়োগে স্থগিতাদেশ দেন। পাল্টা নিয়োগের দাবি নিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য সরকার। সেই মামলায় মঙ্গলবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ প্রশ্ন করে, চুক্তির ভিত্তিতে নিয়োগ করলে আদৌ কী কর্মীদের মধ্যে দায়বদ্ধতা তৈরি হয়? তাঁর ভুলের দায়িত্বই বা কে নেবে? সেই সঙ্গে নির্দিষ্ট এই মামলায় আদালতের কর্মী চুক্তির ভিত্তিতে নিয়োগ হলে তিনি ফাইল হারিয়ে ফেললে তাঁর কাজের দায় কেন নেবেন, প্রশ্ন করেন প্রধান বিচারপতি।

পাশাপাশি আদালতের তরফে কর্মীদের বেতন ও চাকরির নিশ্চয়তা নিয়েও সহমত প্রকাশ করেনি আদালত। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের মত, ৩-৪ ঘণ্টার কাজের কর্মী চুক্তির ভিত্তিতে নিয়োগ হলেও প্রতিদিনের কাজের কর্মী চুক্তি ভিত্তিক হতে পারে না। সকাল থেকে কাজ করিয়ে ১৪ হাজার টাকা বেতন দেওয়ার জন্যই কি নিয়োগ, প্রশ্ন আদালতের।

spot_img

Related articles

পদ্ধতির ভুল তুলে ধরে অব্যহতি চেয়েছিলেন AERO, উল্টে শাস্তি দেওয়ার হুমকি কমিশনের!

গোটা রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলাকালীন প্রায় প্রতিদিন মৃত্যু হচ্ছে বিএলওদের। অথবা অসুস্থ হয়ে তাঁরা হাসপাতালে ভর্তি হচ্ছেন। তাঁদের...

‘হামলার’ প্রতিবাদে পথে শুভেন্দু: ‘জয় বাংলা’ স্লোগানে চিত্ত চাঞ্চল্য, কটাক্ষ তৃণমূলের

চন্দ্রকোনায় শনিবার রাতে এক নাটকীয় চিত্রনাট্য রচনা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই ইস্যুকে হাতিয়ার করে কলকাতা শহরে...

ফলতায় সেবাশ্রয়-২ শিবির পরিদর্শনে অভিষেক

সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উদ্যোগে ডায়মন্ড হারবারের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে একমাসেরও বেশি সময় ধরে সেবাশ্রয়-২ স্বাস্থ্যশিবিরে উন্নত...

শুধু বাংলা নয়, কমিশনের ‘উদ্ভাবনী’ SIR-ভোগান্তিতে গোয়া: শুনানির নোটিশ নৌসেনা প্রধানকে

শুরু থেকেই SIR প্রক্রিয়া নিয়ে ভোগান্তির আর শেষ নেই! সাধারণ ভোটারদের ভোগান্তির অভিযোগ নতুন নয়, তবে এবার সেই...