সেনার সঙ্গে গুলির লড়াই, মৃত্যু ৯ মাওবাদীর, উদ্ধার অস্ত্র

এখনও অভিযান চলছে। মাওবাদীদের খোঁজে তল্লাশি চলছে। এদিনের ঘটনার পর চলতি বছরে শুধু ছত্তিশগড়ে খতম করা হয়েছে ১৫৪ জন মাওবাদীকে

ফের ছত্তিশগড়ে নিকেশ করা হল ৯ মাওবাদীকে। মঙ্গলবার সকাল দশটা তিরিশ নাগাদ দান্তেওয়াড়া এবং বিজাপুর জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালায় নিরাপত্তা বাহিনীর একটি দল। যৌথ অভিযান চালায় ডিস্ট্রিক্ট রিসার্ভ গার্ড এবং সিআরপিএফ। ঘটনাস্থল থেকে ৯ মাওবাদীর দেহ উদ্ধার হয়েছে। উদ্ধার করা হয়েছে বহু আগ্নেয়াস্ত্রও।

নিরাপত্তা বাহিনীর তরফে জানানো হয়েছে, এখনও অভিযান চলছে। মাওবাদীদের খোঁজে তল্লাশি চলছে। এদিনের ঘটনার পর চলতি বছরে শুধু ছত্তিশগড়ে খতম করা হয়েছে ১৫৪ জন মাওবাদীকে।