রাত পেরিয়ে সকাল, ফিয়ার্স লেনে চলছে ডাক্তারদের অবস্থান বিক্ষোভ

সোমবার রাতের ছবিটা মঙ্গলের সকালেও এতটুকু বদলালো না। পুলিশ কমিশনারের (Commissioner of Police) পদত্যাগের দাবিতে লালবাজারে পুলিশের সদর দফতর থেকে আধ কিলোমিটার দূরে ফিয়ার্স লেনে এখনও অবস্থান বিক্ষোভে জুনিয়র চিকিৎসকরা। ব্যারিকেড আগলে রাস্তাতেই রাত জাগলেন কলকাতা পুলিশের (Kolkata Police) পদস্থ অফিসারেরাও। মঙ্গলে সকালে আন্দোলনকারীরা ট্রাম লাইনের উপরে বসে আছেন। কেউ সারা রাত জাগার পর রাস্তার উপরেই শুয়ে একটু বিশ্রাম নিয়ে নিচ্ছেন। মাঝে মধ্যেই উঠছে স্লোগান। আন্দোলনকারীদের অবস্থানে সমর্থন জানিয়ে পাশে দাঁড়ালেন অভিনেত্রী চৈতি ঘোষাল (Choiti Ghoshal), দেবলীনা দত্ত, সুদীপ্তা চক্রবর্তী (Sudipta Chakraborty), সোহিনী সরকাররা। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়-সহ অন্য একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের পড়ুয়ারাও রাত জেগেছেন ডাক্তারদের সঙ্গে। কেন্দ্রীয় এজেন্সির হাতে সন্দীপ ঘোষের (Sandip Ghosh) গ্রেফতারিতে খুশি হলেও বিনীত গোয়েলের (Vineet Goyal) পদত্যাগ না হওয়া পর্যন্ত নিজেদের দাবিতে অনড় আন্দোলনকারী ডাক্তাররা। সকাল সকাল উঠছে স্লোগান।

আর জি কাণ্ডের (RG Kar Medical College and Hospital) জেরে একের পর এক মিটিং মিছিল চলছে মহানগরীতে। স্বাধীনতার মধ্যরাতে যেভাবে হাসপাতালে হামলা হয়েছে তার পাশাপাশি প্রমাণ লোপাট করা হয়েছে বলে কলকাতা পুলিশের দিকে অভিযোগ উঠেছে তার ভিত্তিতেই কমিশনারের পদত্যাগের দাবিতে সোচ্চার জুনিয়ার ডাক্তাররা। গোটা ঘটনায় তাঁরা রাজনীতির রং লাগতে দিতে নারাজ। সোমবার রাতে তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় আন্দোলনরত চিকিৎসকদের অবস্থান বিক্ষোভে গেলে, তাঁকে “গো ব্যাক” স্লোগান দেওয়া হয়। পাশাপাশি সিবিআই-এর হাতে আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ গ্রেফতার হতেই উচ্ছ্বাস দেখা যায় ডাক্তারদের মধ্যে। তবে এরপরও জুনিয়ার চিকিৎসকদের বক্তব্য, মূল আন্দোলন থেকে যেন নজর না ঘুরে যায়। অর্থাৎ তাঁদের পরিষ্কার বক্তব্য তিলোত্তমার সঙ্গে যে বা যাঁরা এই নিকৃষ্ট ঘটনা ঘটিয়েছে তাঁদেরও গ্রেফতার করতে হবে। সোমবার মধ্যরাতে দেখা যায় ব্যারিকেডের সামনেই খাওয়া দাওয়া করে ত্রিপল প্লাস্টিক পেতে সেখানেই শুয়ে পড়েন। ব্যারিকেডের অপরপ্রান্তে অতন্দ্র প্রহরী কলকাতা পুলিশ। উর্দি বনাম অ্যাপ্রনের নজিরবিহীন ছবি রাত পেরিয়ে সকালের কলকাতায়।


Previous articleBreakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস
Next articleআজ বিধানসভায় ‘অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড’ বিল পেশ রাজ্যের