“চোর-চোর” স্লোগানের মধ্যেই কোর্টে সন্দীপ, ৮ দিনের সিবিআই হেফাজত দিল আদালত

লাগাতার জিজ্ঞাসাবাদের পর স্বাস্থ্য দুর্নীতি তদন্তে নেমে আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে (Sandip Ghosh) গ্রেফতার করেছিল সিবিআই। আজ তাঁকে আলিপুরের বিশেষ সিবিআই আদালতে পেশ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই ১০ দিনের জন্য হেফাজতে চেয়ে আদালতে আর্জি জানায়। যদিও আদালত ৮ দিনের হেফাজত মঞ্জুর করে। শুধু সন্দীপ নয়, এদিন আদালতে হাজির করা হয় তাঁর সঙ্গে গ্রেফতার বাকি তিন অভিযুক্তকেও।

মঙ্গলবার আদালতে সিবিআইয়ের দাবি, আর্থিক দুর্নীতির মামলায় তথ্যপ্রমাণ সংগ্রহের জন্য ধৃত সন্দীপকে (Sandip Ghosh) নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। আর্থিক দুর্নীতির একটি বড় চক্র রয়েছে। সন্দীপকে জেরা করেই তাঁরা দুর্নীতির শিকড়ে পৌঁছতে চান। আর কারা কারা এই চক্রের সঙ্গে যুক্ত, তা খতিয়ে দেখা প্রয়োজন।

এদিকে সন্দীপকে নিজাম থেকে বার করার সময় নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। সন্দীপের গাড়ি ঘিরে ধরে “চোর-চোর’” স্লোগান দিতে থাকেন জনৈক ব্যক্তিরা। এরপর আদালত চত্বরে পৌঁছলে, সেখানেও সন্দীপের গাড়ি ঘিরে হইচই শুরু হয়।

গতকাল, সোমবার সন্দীপের সঙ্গে সিবিআই গ্রেফতার করে চিকিৎসার সরঞ্জাম সরবরাহ ব্যবসার সঙ্গে যুক্ত, হাওড়ার সাঁকরাইলের বাসিন্দা বিপ্লব সিং এবং একটি ওষুধের দোকানের মালিক সুমন হাজরাকে। গ্রেফতার করা হয় সন্দীপের নিরাপত্তারক্ষী আফসর আলিকে। মঙ্গলবার এই তিনজনকেও আদালতে হাজির করে সিবিআই।

আরও পড়ুন: নারী সুরক্ষায় পথ দেখালো বাংলা, এক্স হ্যান্ডেলে পোস্ট ডেরেক ও ব্রায়ানের