Thursday, May 15, 2025

বিনীতের পদত্যাগের দাবিতে অনড় জুনিয়র ডাক্তাররা রাত জেগে আন্দোলনে

Date:

Share post:

নিজেদের দাবি থেকে একচুলও নড়বেন না এবং নাছোড় মনোভাব নিয়েই লালবাজারের কাছে রাত জাগলেন জুনিয়র ডাক্তাররা। এই মুহূর্তে একটাই দাবি কলকাতার পুলিশ কমিশনারের পদত্যাগ। মাঝে বিশাল লোহার ব্যারিকেড। ও পারে পুলিশের বিশাল বাহিনী, এ পারে জুনিয়র ডাক্তাররা কেউ শুয়ে রাস্তায়। কেউ বা পড়ছেন বই। কেউ কেউ দলবদ্ধ ভাবে আলোচনায় ব্যস্ত।

লালবাজারে গিয়ে দিতে চেয়েছিলেন স্মারকলিপি। কিন্তু কলকাতা পুলিশ ডাক্তারদের সেই মিছিলকে আটকে দেয় ফিয়ার্স লেনে। সেখানেই পুলিশি ব্যারিকেডের এ পারে আটকে পড়ে পথেই বসে পড়েন তাঁরা। আর ও পারে তখন পুলিশের বড়, মেজো, সেজো, ছোটকর্তারা সার বেধে বসে রয়েছেন বিশাল বাহিনী নিয়ে। মাঝে দু’বার আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সঙ্গে দেখাও করে যান কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার এবং যুগ্ম কমিশনার পদমর্যাদার দুই আধিকারিক। কিন্তু পথের দাবি, হয় তাঁদের যেতে দিতে হবে বিবি গাঙ্গুলি স্ট্রিট এবং বেন্টিঙ্ক স্ট্রিটের সংযোগস্থল পর্যন্ত। নতুবা বিনীতকে আসতে হবে তাঁদের কাছে। দুটোর কোনওটাই হয়নি। তাই অবস্থান বিক্ষোভ চলছে।

সিবিআইয়ের হাতে আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের গ্রেফতারির পর হইচই পড়ে যায় বিবি গাঙ্গুলি স্ট্রিটে অবস্থানে বসা জুনিয়র চিকিৎসকদের মধ্যে। উঠল স্লোগান। সন্দীপ ঘোষের গ্রেফতারি নিয়ে আন্দোলনকারীরা জানিয়েছেন, এটা সার্বিক আন্দোলনেরই জয়। তবে এখনই আন্দোলন থামছে না।কলকাতা শহরে রাত বেড়েছে। পুলিশের বড়কর্তারা ফিরেছেন। পথে রয়ে গিয়েছেন বাকি পুলিশকর্মীরা। আর ব্যারিকেডের এ পারে আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা।

আন্দোলনকারীদের প্রতিনিধি দলকে লালবাজারে যাওয়ার অনুরোধ করা হয় পুলিশের তরফে। কিন্তু সে অনুরোধে কান দেননি জুনিয়র ডাক্তাররা। তাদের দাবি মেনে ব্যারিকেড তোলা হয়নি। ফিয়ার্স লেন পেরিয়ে লালবাজারের দিকে এক পা-ও এগোতে দেওয়া হয়নি মিছিল।

 

spot_img

Related articles

শক্তি: ঘূর্ণিঝড়ের আশঙ্কাই নেই, জানাল মৌসম ভবন

বঙ্গোপসাগরে তৈরি হওয়া ‘সাইক্লোনিক সার্কুলেশন’ নিয়ে গত কয়েকদিন ধরেই উৎকণ্ঠা ছড়িয়েছিল রাজ্যজুড়ে। সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘শক্তি’ ঘিরে ছিল নানা...

ফিরলেন জওয়ান পূর্ণম! স্বামীর সঙ্গে পাঠানকোটে দেখা করতে যাচ্ছেন স্ত্রী রজনী

২২ দিনের উদ্বেগ, অপেক্ষা এবং স্নায়ুচাপের অবসান ঘটিয়ে অবশেষে সুখবর পৌঁছল হুগলির সাউ পরিবারে। পাকিস্তানে আটকে পড়া বিএসএফ...

দোহায় ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ মুকেশ আম্বানির, নৈশভোজে কী আলোচনা!

কাতারের (Qatar) দোহায় ফের মুখোমুখি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trum) ও রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানি...

৩১ জুলাই পর্যন্ত মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, জানালো হাইকোর্ট

ওয়াকফ (WAQF Issue) অশান্তির পর আপাতত শান্ত নবাবের জেলা। কিন্তু আর যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই...