Monday, May 19, 2025

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা সুয়ারেজের, কবে খেলবেন দেশের জার্সিতে শেষ ম্যাচ ?

Date:

Share post:

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন উরুগুয়ের তারকা ফুটবলার লুইস সুয়ারেজ। ১৭ বছরের আন্তর্জাতিক কেরিয়ার শেষ করলেন তিনি। শুক্রবার দেশের হয়ে শেষ ম্যাচ খেলবেন সুয়ারেজ। ভারতীয় সময় শনিবার ভোরে প্যারাগুয়ের সঙ্গে ম্যাচের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে চলেছেন ৩৭ বছরের ফুটবলার। এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় এমনটাই জানান উরুগুয়ে ফুটবলার।

এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় সুয়ারেজ লেখেন, “ শুক্রবার দেশের হয়ে শেষ ম্যাচ খেলব। চোটের জন্য অবসর বা জাতীয় দলে সুযোগ পাচ্ছি না এমন নয়। এটা ভেবেই শান্তি পাচ্ছি যে, আমি নিজের ইচ্ছায় অবসর নিতে পারছি। শেষ ম্যাচ পর্যন্ত আমি নিজের ১০০ শতাংশ দেব। স্বপ্ন ছিল, আমার সন্তানরা দেখবে যে আমি দেশের হয়ে বড় কিছু জিতেছি।” এরপর তিনি আরও বলেন, “ আন্তর্জাতিক কেরিয়ারের শেষ গোলটা দেখে ওরা খুশি। যদিও তাতে ট্রফি পাইনি। তবু ওরা আনন্দিত হয়েছে, সেটাই আমার পাওনা। কোপা আমেরিকার পরই আমি অবসর নিতে পারতাম। কিন্তু পরিস্থিতি বিবেচনা করে ঠিক করি, ঘরে মাঠে নিজের লোকেদের সামনে অবসর নেব। চেয়েছিলাম, আমার সন্তানরা সেই অভিজ্ঞতার সাক্ষী থাক।” শুক্রবার প্যারাগুয়ের বিরুদ্ধে খেলবেন সুয়ারেজ। ২০২৬ সালের বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ চলছে।

দেশের হয়ে ১৪২টি ম্যাচ খেলেছেন সুয়ারেজ। ২০০৭ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় উরুগুয়ের ফুটবলারের। ২০১০ সালে উরুগুয়েকে বিশ্বকাপের সেমিফাইনালে তোলার নেপথ্যে ছিলেন তিনি। উরুগুয়ের জার্সিতে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড রয়েছে সুয়ারেজের দখলে। ৬৯টি গোল করেছেন তিনি।

আরও পড়ুন-  প্যারিস প্যারালিম্পিক্সে তৃতীয় সোনা ভারতের, জ্যাভলিনে সোনা সুমিতের


spot_img

Related articles

সরকারি প্রকল্পে পাঁচ বছরের বেশি সময় ধরে পড়ে থাকা টাকা ফেরত নেওয়ার উদ্যোগ রাজ্যের 

পাঁচ বছর বা তার বেশি সময় ধরে বিভিন্ন সরকারি প্রকল্পের খাতে পড়ে থাকা অব্যবহৃত অর্থ ফেরত নেওয়ার প্রক্রিয়া...

এভারেস্ট জয় মনোজ ভার্মার দেহরক্ষী কনস্টেবল লক্ষ্মীকান্তের! শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

পর্বত আরোহণের নতুন দৃষ্টান্ত গড়লেন পশ্চিমবঙ্গ সশস্ত্র পুলিশের তৃতীয় ব্যাটালিয়নের কনস্টেবল লক্ষ্মীকান্ত মণ্ডল (Lakhsmikanta Mandol)। কলকাতার পুলিশ কমিশনার...

ভারতীয় সেনার তৎপরতা – সাহসিকতা! ভেস্তে গেল স্বর্ণমন্দিরে পাকিস্তানের হামলার চক্রান্ত

ভারতীয় সেনার তৎপরতা ও সাহসিকতায় রক্ষা পেল পবিত্র ধর্মস্থান স্বর্ণমন্দির। স্বর্ণমন্দিরকে লক্ষ্য করে পাকিস্তানের ছোড়া একের পর এক...

ওবিসি সংরক্ষণ নিয়ে জটিলতা! যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আপাতত স্থগিত ভর্তিপ্রক্রিয়া

ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকায় চলতি শিক্ষাবর্ষে উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রে সৃষ্টি হয়েছে নানা জটিলতা। সেই...