Sunday, August 24, 2025

বামেদের ‘মহামিছিল’ ঘিরে ধুন্ধুমার, থেমে গেল শ্যামবাজার পাঁচমাথার মোড়ের যান চলাচল

Date:

আরজি কর-কাণ্ডে ন্যায়বিচার ও অপরাধীদের শাস্তির দাবিতে এবার শহরের রাস্তায় প্রতিবাদ মিছিল করল বামেরা।আর সেই ‘মহামিছিল’ ঘিরে থেমে গেল শ্যামবাজার পাঁচমাথার মোড়ের যান চলাচল।কারণ, পুলিশের বাধা পেয়ে বিমান বসু, মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, মীনাক্ষি মুখোপাধ্যায়-সহ বাম নেতারা নেতাজি মূর্তির সামনে রাস্তায় বসে পড়েন।মঙ্গলবার বিকেলে বামেরা কার্যত অবরোধ শুরু করে দেন শ্যামবাজারে।এদিন রাজাবাজার ট্রাম ডিপো থেকে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পর্যন্ত মিছিলের ডাক দিয়েছিলেন বামফ্রন্টের রাজ্য নেতারা। কিন্তু পুলিশি বিধিনিষেধের কারণে শ্যামবাজারে মিছল আটকে দেওয়া হয়। এরপরই দলের নেতা-কর্মীরা রাস্তায় বসে পড়েন।ব্যস্ত সময়ে সেখানেই শুরু হয় বক্তৃতা।

আরজি করের ঘটনার তদন্ত এখন করছে সিবিআই। সেই তদন্তের দিকেও ‘নজর’ রয়েছে বলে জানিয়েছেন বাম নেতৃত্ব।শ্যামবাজার পাঁচ মাথার মোড়ের মতো গুরুত্বপূর্ণ সংযোগে বামেদের অবরোধের জেরে সোমবার সন্ধ্যায় প্রবল যানজটের সৃষ্টি হয় উত্তর কলকাতার বিভিন্ন এলাকায়।এদিন রাজাবাজার থেকে আরজি কর হাসপাতাল পর্যন্ত মিছিল করার ঘোষিত কর্মসূচি ছিল বামেদের৷মিছিল আটকাতে একাধিক ব্যারিকেড তৈরি করে পুলিশ৷ কিন্তু খান্না মোড়ের কাছে ব্যারিকেড ভেঙে এগিয়ে যায় বামেদের মিছিল৷ এর পর শ্যামবাজারের কাছে ফের মিছিল আটকায় পুলিশ৷ তখনই ছড়ায় উত্তেজনা৷ বন্ধ হয়ে যায় আরজি কর গামী রাস্তা৷বিকেল বেলার ব্যস্ত সময়ে শ্যামবাজারের মতো এলাকায় বামেদের এই কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক যানজট তৈরি হয়৷

 

Related articles

নাসার ‘নর্থস্টার’ হুগলির বঙ্গসন্তান গৌতম, উচ্ছ্বসিত কোন্নগরবাসী

দেশ হোক বা বিদেশ, সেরার সেরা মানেই সেখানে বাঙালির নাম জ্বলজ্বল করছে। অতীত, বর্তমান বা ভবিষ্যৎ- সময়কাল যাই...

গুরু গ্রন্থসাহেব-এর প্রকাশ পর্ব: শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

বাংলায় সকলের অধিকার রক্ষিত হয় সবথেকে বেশি মর্যাদার সঙ্গে। সব ধর্ম, সব জাতিকে যোগ্য মর্যাদা দিয়ে থাকেন মুখ্যমন্ত্রী...

রবির দুপুরে ব্যাহত এয়ারটেল পরিষেবা, বিপাকে গ্রাহকরা

ছুটির দুপুরে সমস্যায় পড়লেন এয়ারটেল (Airtel Telecom) টেলিকম গ্রাহকরা। বেশ কয়েক ঘণ্টার জন্য দেশজুড়ে ব্যাহত হল পরিষেবা। বন্ধ...

মোদির মঞ্চ আলো করে দলবদলুরা! বিজেপিকে কেন ভোট দেবে মানুষ: দিলীপ ঘোষ

প্রধানমন্ত্রীর মঞ্চে কারা ছিলেন, ভালো করে দেখবেন সবকটা দলবদলু। শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), তাপস রায়, অর্জুন সিং (Arjun...
Exit mobile version