Wednesday, August 27, 2025

কাকদ্বীপ হাসপাতালে বদলি সন্দীপ ঘনিষ্ঠ বিরূপাক্ষ, খবর ছড়াতেই প্রবল উত্তেজনা

Date:

আর জি কর হাসপাতালে (RG Kar Medical College and Hospital) দুর্নীতির অভিযোগে গ্রেফতার প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে (Birupaksha Biswas) নিয়ে উত্তেজনা ছড়ালো কাকদ্বীপে। ভাইরাল ‘হুমকি’র অডিওকে কেন্দ্র করে চর্চায় এসেছিলেন বর্ধমান মেডিক্যালের প্যাথোলজি বিভাগের সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক (অডিওর সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ)। পাশাপাশি চিকিৎসক তরুণী খুনের দিন সেমিনার রুমে বিরূপাক্ষের উপস্থিতি নিয়ে গুঞ্জন ছড়িয়েছে। বর্ধমান মেডিক্যাল কলেজে তাঁর ‘দাদাগিরি’ ও থ্রেট কালচারের অভিযোগের মাঝে বিরূপাক্ষ বিশ্বাসের (Birupaksha Biswas) বিরুদ্ধে পদক্ষেপ করল স্বাস্থ্য দফতর। বর্ধমান মেডিক্যাল কলেজ থেকে সরিয়ে তাঁকে কাকদ্বীপ হাসপাতালে ট্রান্সফার করতেই উত্তেজনা হাসপাতাল চত্বরে।

স্বাস্থ্য পরিষেবায় দুর্নীতির অভিযোগে সন্দীপ-সহ যে কজনের বিরুদ্ধে সরব হয়েছে জুনিয়র ডাক্তার ফোরাম সেই তালিকায় রয়েছে বিরূপাক্ষ বিশ্বাসের নাম। অনেকেই অভিযোগ করছিলেন চিকিৎসক বিশ্বাস ইন্টার্ন, পিজিটিদের হুমকি দেওয়ার সঙ্গে জড়িত। তাই কাকদ্বীপ হাসপাতালে তাঁর বদলির খবর ছড়াতেই প্রবল উত্তেজনা। প্ল্যাকার্ড নিয়ে কাকদ্বীপ হাসপাতালে জমায়েত করে বিক্ষোভ দেখতে শুরু করেন এলাকার বাসিন্দারা। তাঁদের স্পষ্ট দাবি, যতক্ষণ না পর্যন্ত আর জি কর কাণ্ডের বিচার হচ্ছে ততক্ষণ বিরূপাক্ষকে কাজে যোগ দিতে দেওয়া হবে না। তাঁদের প্রশ্ন, আর জি কর হাসপাতালের দুর্নীতি, চিকিৎসক পড়ুয়ার খুন ও ধর্ষণের ঘটনার তথ্যপ্রমাণ ‘লোপাট’ করার অভিযোগ যাঁর বিরুদ্ধে রয়েছে, সেই বিরূপাক্ষ বিশ্বাসকে কেন কাকদ্বীপে বদলি করা হল? যদিও হাসপাতালের তরফে এই নিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি। এই বিষয়ে মন্তব্যে নারাজ স্বয়ং চিকিৎসকও।


Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version