আর জি কর কাণ্ডে বিদেশ যোগ! মোবাইল নম্বর ধরে তদন্তে সিবিআই 

কলকাতার আর জি কর হাসপাতালে (RG Kar Medical College and Hospital) চিকিৎসক তরুণীর মৃত্যুতে তথ্যপ্রমাণ লোপাটের যে অভিযোগ উঠেছে তাতে কি বিদেশি কোনও যোগসূত্র রয়েছে? এখন এই প্রশ্নই ঘোরাফেরা করছে সিবিআই (CBI ) কর্তাদের মনে। ২৬ দিন কেটে গেল এখনও পর্যন্ত কাউকে ধর্ষণ -খুনের মামলায় গ্রেফতার করতে পারিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যতদিন যাচ্ছে বাড়ছে ক্ষোভ, দৃপ্ত হচ্ছে প্রতিবাদের ভাষা। কিন্তু মূল ঘটনার কোনও কিনারা করে উঠতে পারছে না কেন্দ্রীয় এজেন্সি। তদন্তকারীদের তরফে দাবি করা হয়েছে, গত ৯ আগষ্ট সকাল ১০টার পর থেকে আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের (Sandip Ghosh) ঘনিষ্ঠ চিকিৎসক এবং আর জি করের আধিকারিকদের অনেকের সঙ্গেই বিদেশি নম্বর থেকে ফোন করে কেউ বা কারা কথা বলেন। সারা দিনই ওই নম্বর থেকে এমন ফোনালাপ হয় বলে সিবিআই সূত্রের খবর। গোটা ঘটনার সঙ্গে সেই নম্বর ব্যবহারকারীদের সম্পর্ক খুঁজতে মরিয়া সিবিআই (CBI)।

সরকারি হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও খুনের পরে একটি বিদেশি সিমের মোবাইল থেকে হাসপাতালের কর্তাব্যক্তিদের কাছে বেশ কয়েক বার ফোন গিয়েছিল বলে সিবিআই সূত্রে দাবি। কিন্তু কে ফোন করেছিলেন, এই প্রশ্নের কোন সদুত্তর মেলেনি। তদন্তকারীদের সূত্রে দাবি, বিদেশি সিম ব্যবহার করলে সাধারণত গ্রাহকের নাম-ঠিকানা পাওয়া সম্ভব হয় না। কারণ, বিদেশের সার্ভিস প্রোভাইডার গ্রাহকের তথ্য প্রকাশ করে না। সিমটি দুবাই বা বাংলাদেশের হতে পারে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই বিস্তারিত জানতে সিমের নম্বরটি স্বরাষ্ট্রমন্ত্রকে পাঠানো হয়েছে।


Previous articleআর জি করের বিচারের দাবিতে বিদেশের মাটিতে মানববন্ধন
Next articleবুধে বাড়বে গরম, পাহাড় থেকে সমতলে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস