Wednesday, August 27, 2025

ফের কোচ হিসাবে প্রত্যাবর্তন ঘটছে রাহুল দ্রাবিড়ের। সব ঠিকঠাক থাকলে আইপিএলের আঙিনায় দ্রাবিড়কে কোনও না কোনও ফ্র্যাঞ্চাইজির কোচের ভূমিকায় দেখা যাবে।চলতি বছরের জুন মাসে ভারত টি-২০ বিশ্বকাপ জেতার পরই দ্রাবিড়ের কোচ হিসেবে মেয়াদ শেষ হয়েছিল।এরপরই তিনি জানিয়ে দেন যে বিরাট-রোহিতদের কোচের দায়িত্ব থেকে অব্যাহতি চান।এখন থেকে তিনি পরিবারকে সময় দেবেন। কিন্তু এবার জানা গিয়েছে, একটি আইপিএল ফ্র্যাঞ্চাইজিতে সই করেছেন দ্রাবিড়।

যদিও কানাঘুষো শোনা যাচ্ছে, সম্প্রতি রাজস্থান রয়্যালস ফ্র্যাঞ্চাইজিতে সই করেছেন রাহুল দ্রাবিড়। যদিও আনুষ্ঠানিক ঘোষণা করেনি রাজস্থান রয়্যালস।তিনি ২০১২ ও ২০১৩ সালে রাজস্থানের অধিনায়ক ছিলেন। এরপর ২০১৪ ও ২০১৫ সালে টিমের ডিরেক্টর ও মেন্টরের ভূমিকা পালন করেছিলেন।তাই দ্রাবিড়ের রাজস্থানে ফেরা শুধু সময়ের অপেক্ষা।একইসঙ্গে জানা গিয়েছে, রাজস্থান রয়্যালসে রাহুল দ্রাবিড় কোচ হিসেবে আসার পর তাঁর সহকারী কোচের ভূমিকায় দেখা যেতে পারে বিক্রম রাঠৌরকে। ভারতের প্রাক্তন ব্যাটিং কোচ বিক্রম দীর্ঘদিন দ্রাবিড়ের সঙ্গে কাজ করেছেন। ২০১৯ সালে ভারতের ব্যাটিং কোচ হওয়ার আগে বিক্রম জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রাহুল দ্রাবিড়ের সাপোর্ট স্টাফ টিমে ছিলেন।

শুধুমাত্র তাই নয়,রাজস্থানের বর্তমান অধিনায়ক সঞ্জু স্যামসনের সঙ্গে রাহুলের সম্পর্ক খুব ভাল। সঞ্জু যখন অনূর্ধ্ব-১৯ টিমের হয়ে খেলতেন, সেই সময় থেকে দ্রাবিড় তাকে চেনেন। ফলে তাদের এই পুরনো বন্ডিং-এ পঁচিশের আইপিএলে রাজস্থান ট্রফির স্বাদ পায় কিনা সেদিকেই আপাতত নজর থাকবে সবার।

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version