Wednesday, December 17, 2025

আমিরের দাদুর কাছে হেরেছিলেন শাহরুখের বাবা! প্রকাশ্যে দুই তারকার ‘খান’দানি লড়াই

Date:

Share post:

একজন বলিউড বাদশা, অন্যজন মিস্টার পারফেকশনিস্ট। দুই সুপারস্টারের সিনেমা করার স্টাইল এবং ম্যানারিজিম দুরকম। এদের অনুরাগীদের মধ্যে নিজের প্রিয় তারকাকে নিয়ে যেমন রেষারেষি চলে ঠিক তেমনি দুই খানের পরিবারের লড়াইয়ের ইতিহাসটাও বেশ মনে রাখার মতো। শাহরুখ খান এবং আমির খান (Shahrukh Khan And Amir Khan) কখনও একসঙ্গে কোনও সিনেমা করেননি। দুজনের অলিখিত শত্রুতার কথা গোটা বলিউড জানে। তবে অনেকেই জানেন না যে এনাদের আগের প্রজন্মের মধ্যেও লড়াই ছিল। আর সেখানে আমির খানের দাদুর কাছে হেরেছিলেন শাহরুখ খানের বাবা!

আমির খান এখন সিনেমা থেকে অনেক দূরে। আর শাহরুখ খান সিনিয়র সিটিজেন হওয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে নতুন করে নিজের জাত চিনিয়েছেন ভারতীয় বিনোদন জগতকে। বুঝিয়ে দিয়েছেন কেন তাঁকে কিং বলা হয়। দুই ‘খান’ রাজনীতি থেকে অনেক দূরে থাকলেও তবে এনাদের পরিবারের যে লড়াইয়ের কথা বলা হচ্ছে সেখানে রাজনীতির একটা বিশেষ ভূমিকা ছিল। শাহরুখ খানের বাবা, প্রয়াত মীর তাজ মোহাম্মদ খান ভোটে লড়েছিলেন আমিরের দাদুর বিপক্ষে, আর সেখানেই এসেছিল পরাজয়। পুরো বিষয়টি প্রকাশ্যে আসার নেপথ্যে সোশ্যাল মিডিয়া। এক্স অ্যাকাউন্ট পপ বেসের একটি পোস্টে জানতে চাওয়া হয়, ‘আপনার প্রিয় সেলিব্রিটি ফ্যাক্টের কথা বলুন’। এর উত্তরে একজন এক্স ব্যবহারকারী লিখেছেন, ‘শাহরুখ খানের বাবা ১৯৫৭ সালে গুরগাঁও থেকে লোকসভা নির্বাচনে আমির খানের দাদু কালাম আজাদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। অমর উজালার ২০২৪ সালের প্রতিবেদন অনুসারে, ১৯৫২ সালে তৎকালীন গুরগাঁয়ে প্রথম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ১৯৫৭ সালে দেশের দ্বিতীয় লোকসভা নির্বাচনে কংগ্রেসের আবুল কালাম আজাদ পেয়েছিলেন ১ হাজার ৯১ হাজার ২২১ভোট। আমিরের মা জিতান হুসেনের জেঠু। সেই সূত্রে দেশের প্রাক্তন শিক্ষামন্ত্রীর দৌহিত্র আমির খান। নির্দল প্রার্থী হিসাবে শাহরুখের বাবা, তাজ মোহাম্মদ খান একটি ভোটও পাননি। তাই বোঝা যায় প্রতিদ্বন্দ্বিতা আজ নতুন নয়। যদিও এখন আমির এবং শাহরুখের মধ্যে বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক।


spot_img

Related articles

যুবভারতীর বিশৃঙ্খলা-কাণ্ডে শোকজের জবাব জমা তিন শীর্ষ কর্তার

যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠান ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় শোকজের জবাব জমা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, ক্রীড়া...

যোগী রাজ্যে বাতিল ম্যাচ, সমালোচনার মুখে বিসিসিআই

প্রতিকূল আবহাওয়ার কারণে লখনউতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (India and South Africa )চতুর্থ টি২০ ম্যাচ ভেস্তে গেল।  গোটা...

বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কোন রুটে হবে কলকাতা ম্যারাথন? জানুন বিস্তারিত

আগামী ২১ ডিসেম্বর টাটা স্টীল কলকাতা ম্যারাথন(25K Kolkata)। তার  আগে বুধবার একটি সাংবাদিক সম্মেলনে ম্যারাথনের রুট ঘোষণা হল। ...

জিটিএ শিক্ষক নিয়োগ বাতিলের রায় ঘিরে পাহাড়ে স্কুল ধর্মঘটের ডাক

কলকাতা হাইকোর্টের রায়কে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠল দার্জিলিং পাহাড়ের শিক্ষা পরিস্থিতি। জিটিএ অঞ্চলে ৩১৩ জন শিক্ষক...