Thursday, August 28, 2025

শুরুতেই জোড়া অ্যাওয়ে ম্যাচ, চিন্তিত নন কুয়াদ্রাত, দল নিয়ে আত্মবিশ্বাসী লাল-হলুদ কোচ

Date:

পরে গিয়েছে আইএসএল-এর ঢাকে কাঠি। গতকাল শহরের এক পাঁচতারা হোটেলে ছিল ছটি আইএসএল মিডিয়া ডে। সেখানেই আসন্ন মরশুম নিয়ে মুখ খুললেন ইস্টবেঙ্গল এফসি কোচ কার্লোস কুতদ্রাত। জানালেন তাঁর পরিকল্পনা।

শুরুতেই জোড়া অ্যাওয়ে ম্যাচ! ১৪ সেপ্টেম্বর বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ দিয়ে আইএসএল শুরু করবে লাল-হলুদ। ২২ সেপ্টেম্বর কেরলা ব্লাস্টার্সের বিরুদ্ধে। সেটাও অ্যাওয়ে ম্যাচ। যদিও সূচি নিয়ে বাড়তি কোনও চাপ নেই কুয়াদ্রাতের। বুধবার আইএসএলের মিডিয়া ডে-তে ইস্টবেঙ্গল কোচের সাফ কথা, ‘‘আমার ফুটবলাররা মাঠে নামার জন্য তৈরি। এবার লড়াই করার মতোই দল হয়েছে। শুরুতেই পরপর দুটো অ্যাওয়ে ম্যাচ খেলতে হবে আমাদের। তবে আইএসএলের সূচি সব সময়ই কঠিন হয়। অনেক বছর পর আমরা প্রায় একই দল নিয়ে ৩৫টি ম্যাচ খেলেছি। ট্রেভর মর্গ্যান ইস্টবেঙ্গলের কোচ থাকার সময় শেষবার এমন পরিস্থিতি হয়েছিল।’’

কুয়াদ্রাত আরও যোগ করেছেন, ‘‘দলের প্রস্তুতিতে আমি খুশি। দু-একজন ছাড়া দলে কোনও বড় ধরনের চোট-সমস্যা নেই। একটা নতুন মরশুম শুরু করতে চলেছি। আমাদের বাস্তবের মাটিতে পা রেখে চলতে হবে। এই মরশুমেও অন্তত একটা ট্রফি জিততে চাই। সুপার সিক্সে উঠতে পারলে অনেক কিছুই সম্ভব।’’

একই কথা শোনা গেল লাল-হলুদের অধিনায়ক তথা ব্রাজিলীয় স্ট্রাইকার ক্লেটন সিলভার মুখেও। তাঁর বক্তব্য, ‘‘ইস্টবেঙ্গলে এটা আমার তৃতীয় মরশুম। ক্লাবের ইতিহাস আমার অজানা নয়। এবার আমাদের দলটা ভাল হয়েছে। চেষ্টা করব সমর্থকদের খুশি করার। প্রথম টার্গেট প্রথম ছয়ে শেষ করা। প্রথম দুটো অ্যাওয়ে ম্যাচ থেকে পয়েন্ট তুলতেই হবে।’’

দলের অভিজ্ঞ মিডফিল্ডার সৌভিক চক্রবর্তীর মুখে আবার চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান ম্যাচ। তিনি বলেন, ‘‘আমার মতো বাংলার ছেলেদের কাছে ডার্বির আলাদা গুরুত্ব রয়েছে। আশা করি, এবার আমরা সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে পারব।’’

আরও পড়ুন- আইপিএলে কোচ হিসাবে ফিরছেন রাহুল দ্রাবিড়!


Related articles

২০১১-এর পর সাড়ে পাঁচ গুণ আয় বেড়েছে রাজ্যের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

২০১১ সালের পর থেকে রাজ্যের আয় বেড়েছে সাড়ে পাঁচ গুণ। কমেছে বেকারত্ব। তৃণমূল ছাত্র পরিষদের(TMCP) প্রতিষ্ঠা দিবসে মেয়ো...

জীবন থাকতে কারও ভোটাধিকার কাড়তে দেব না একযোগে নিশানা

বাংলায় কথা বললেই বিজেপির রাজ্যে বাংলার শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে। পুশব্যাক করা হচ্ছে। ঘুরপথে এনআরসির চক্রান্ত চালানো হচ্ছে।...

প্রধানমন্ত্রীদের নিয়ে বই লিখছেন মমতা, প্রকাশ কবে জানালেন ছাত্র সমাবেশ থেকেই

শুধু তৃণমূল সুপ্রিমো বা বাংলায় তিনবারের মুখ্যমন্ত্রী নন, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সাতবারের সাংসদ চারবারের কেন্দ্রীয় মন্ত্রী। সেই...

Gold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে

২৮ অগাস্ট (বৃহস্পতিবার) ২০২৫১ গ্রাম ১০ গ্রামপাকা সোনার বাট ১০১৭০ ₹ ১০১৭০০ ₹ খুচরো পাকা সোনা ১০২২০...
Exit mobile version