সোমে আর জি কর মামলার সুপ্রিম-শুনানি

আর জি করে ডাক্তারি পড়ুয়ার নৃশংস ধর্ষণ-খুনের মামলার শুনানি সোমবার। সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হবে। বৃহস্পতিবার সন্ধেয় শীর্ষ আদালতের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে এই কথা জানানো হল।

সুপ্রিম কোর্টে বৃহস্পতিবার আরজি করের মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু বুধবার রাতেই বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়, প্রধান বিচারপতি অসুস্থ থাকায় বৃহস্পতিবার শুনানি সম্ভব নয়। এই পরিস্থিতিতে মামলার শুনানির নতুন দিন জানাল সর্বোচ্চ আদালত। ৯ সেপ্টেম্বর অর্থাৎ সোমবার সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি হবে। এই মামলাটি সেদিন ওই বেঞ্চের প্রথম আইটেম হিসেবে নথিভুক্ত হয়েছে।প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চ মামলা শুনবে। ওই দিন চিকিৎসকের ধর্ষণ-খুন নিয়ে রিপোর্ট জমা দেবে সিবিআই। আরজি কর মেডিক্য়ালে ভাঙচুরের ঘটনায় রিপোর্ট পেশ করতে হবে কলকাতা পুলিশকে। সারা দেশের নজর ছিল এই শুনানির দিকে হলে সেটি পিছিয়ে যাওয়ায় আলোচনা শুরু হয়।

এদিকে আরজি কর-কাণ্ডের বিচার চেয়ে প্রতিবাদের ঝাঁঝ ক্রমশ বাড়ছে। পথে নেমে সেই প্রতিবাদে সামিল হচ্ছে সমস্ত স্তরের মানুষ। তদন্তভার হাতে নেওয়ার পর ২৩ দিন অতিক্রান্ত। তারপরও আরজি করে পড়ুয়া-চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় এখনও নীরব সিবিআই। এখনও পর্যন্ত এই মামলায় কাওকে গ্রেফতার পর্যন্ত করতে পারেনি সিবিআই।

আরও পড়ুন- ‌বাড়ল দায়িত্ব, পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমের চেয়ারম্যান হলেন আলাপন বন্দোপাধ্যায়