বিরোধীদের চাপে পড়ে অবশেষে অগ্নিবীর (Agnivir) প্রকল্প সংশোধনের পথে হাঁটতে চলেছে মোদি সরকার৷ সূত্রের দাবি, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, হরিয়ানা ও জম্মু-কাশ্মীর বিধানসভা ভোটের মুখে বিপর্যয় ঠেকাতে এবার অগ্নিবীর প্রকল্প সংশোধনের কথা ভাবছে কেন্দ্র (Centre)। নতুন ভাবনায় অগ্নিবীর প্রকল্পের আওতায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রাপ্ত সেনা জওয়ানদের সুযোগ সুবিধে বহুগুণ বাড়িয়ে দেওয়ার কথা চিন্তা করা হচ্ছে।
এই আবহে চার রাজ্যের বিধানসভা ভোটের মুখে নতুন করে চাপে পড়েছে তৃতীয় মোদি সরকার৷ ইতিমধ্যেই আটকে গিয়েছে সরকার প্রণীত ওয়াকফ সংশোধনী বিল। বাতিল করা হয়েছে ইউপিএসসি ল্যাটারাল এন্ট্রি। চাপ বাড়ছে জাতিগত জনগণনা নিয়েও। এর উপরে এনডিএ শরিকদের প্রবল আপত্তি আছে অভিন্ন দেওয়ানি বিধি নিয়েও। চার রাজ্যের বিধানসভা ভোটের আগে মরিয়া হয়ে অগ্নিবীর প্রকল্প পরিমার্জনের সম্ভাবনা খতিয়ে দেখছে প্রতিরক্ষা মন্ত্রক।