Wednesday, August 20, 2025

বুধের ‘রাত দখল’-এ বিক্ষিপ্ত অশান্তি, ঋতুপর্ণাকে “গো ব্যাক” স্লোগান

Date:

১৪ অগাস্টের পর ৪ সেপ্টেম্বর- তিলোত্তমার বিচারের দাবিতে ফের রাত দখল। তবে গতবারের মতো এবার সম্পূর্ণ শান্তিপূর্ণ থাকল না এই প্রতিবাদ কর্মসূচি। আগেরবার বিচ্ছিন্ন হামলার ঘটনা ঘটেছিল খাস আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে (R G Kar Madical College And Hospital)। তাছাড়া বাকি আন্দোলন ছিল শান্তিপূর্ণ। কিন্তু ৪ সেপ্টেম্বর রাত বাড়তেই বিভিন্ন জায়গা থেকে কয়েকটি অপ্রীতিকর ঘটনার খবর মিলেছে। “গো ব্যাক” স্লোগান শুনে শ্যামবাজারের প্রতিবাদস্থল ছাড়তে হল অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে (Rituparna Sengupta)। গড়িয়ায় সন্দেহজনক এক ব্যক্তিকে মারধর করেন আন্দোলনকারীরা। তবে, বেশিরভাগ জায়গাতেই গানে, স্লোগানে, পথনাটিকায়, মোমবাতি-মশাল জ্বালিয়ে আর জি কর-কাণ্ডের দ্রুত বিচারের দাবিতে রাত জাগে বাংলা।

এদিন রাত বাড়তেই গড়িয়ায় প্রতিবাদী মহিলাদের ছবি ও ভিডিও তোলার অভিযোগে এক যুবককে মারধর করেন প্রতিবাদীরা। পুলিশ গিয়ে ওই যুবককে উদ্ধার করে।গড়িয়ায় মহিলা আন্দোলনকারীদের কটূক্তি করার অভিযোগ ওঠে এক মত্ত ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্তকে আটক করছে পুলিশ।শ্যামবাজারে গিয়ে আন্দোলনকারীদের বিক্ষোভের মুখে পড়েন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেওয়ার পরে আন্দোলনকারীদের ‘গো ব্যাক’ স্লোগান শুনতে হয় তাঁকে। ‘ধিক্কার’ স্লোগান শুনে গাড়িতে উঠে বেরিয়ে যান তিনি।আরজি করের ঘটনার প্রতিবাদে শ্যামবাজারে রাতে পথে নামেন সোলাঙ্কি রায়, বিবৃতি চট্টোপাধ্যায়, তথাগত মুখোপাধ্যায়, উষসী চক্রবর্তী।

যাদবপুরে মোমবাতি জ্বেলে বিচার চান অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। পথে নেমে প্রতিবাদে সামিল হন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ও।


Related articles

অভিষেকের উদ্যোগ! এসপ্ল্যানেড রো ওয়েস্টের নতুন নাম হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’ 

মধ্য কলকাতার এসপ্ল্যানেড রো ওয়েস্টের নামকরণ করা হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’। উদ্যোগী ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

বারবার ৩ বার, ফের প্রধানমন্ত্রীর সভায় ব্রাত্য দিলীপ!

ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সভায় আমন্ত্রণ জানানো হল না বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতি দিলীপ ঘোষকে...

ব্যস্ত দিনে শহরে বিশৃঙ্খলার চেষ্টা, গ্রেফতার ISF বিধায়ক ও সমর্থকরা

কেন্দ্রের জনবিরোধী নীতির বিরোধিতায় লাগাতার বিরোধী দলগুলি সংঘবদ্ধ হয়ে লড়াই চালিয়ে যাচ্ছে সংসদে। অধিবেশন চলাকালীন যেমন সংবিধান সংশোধনী...

সেমিফাইনালের প্রথমার্ধে ইস্টবেঙ্গলকে রুখে দিল DHFC

যুবভারতীতে ডুরান্ড সেমিফাইনালে (Durand Cup Semi final) খেলতে নেমে প্রথম ৪৭ মিনিটে লাল হলুদ মশালকে নিষ্প্রভ করে দিল...
Exit mobile version