Thursday, November 6, 2025

বিজেপি জোটসঙ্গীর কুকীর্তি! মহিলাকে হোটেলে ডেকে যৌন হেনস্থা

Date:

এ যেন একে রামে রক্ষে নেই, সুগ্রীব দোসর। বিজেপি শাসিত রাজ্যগুলিতে যেভাবে মহিলাদের উপর পথে ঘাটে যৌন নির্যাতনের ঘটনা ‘স্বাভাবিক’ নিয়ম হয়ে দাঁড়িয়েছে, তেমনই এবার জোট সঙ্গীদের ক্ষেত্রেও। তৃতীয়বার মোদিকে প্রধানমন্ত্রিত্বে বসানোর কারিগর টিডিপি নেতাদের চরিত্র প্রকাশ্যে আসতেই বিধায়ককে সাসপেন্ড করতে বাধ্য হল দল। পরিবারের সদস্যদের খুনের হুমকি দিয়ে একাধিকবার মহিলাকে হোটেলের রুমে ডেকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। সেই যৌননিগ্রহের ভিডিও ফাঁস হতেই সাসপেন্ড করা হল অভিযুক্ত অন্ধ্রপ্রদেশের শাসকদল তেলুগু দেশম পার্টির বিধায়ক কোনেটি আদিমুলমকে।

টিডিপি বিধায়ক সম্প্রতি মহিলাকে হোটেলে ডেকে যৌননিগ্রহ করেন। সেইসময় মহিলা গোপন ক্যামেরায় গোটা ঘটনার ভিডিও করেন এবং তা ফাঁস করে দেন। এরপর সংবাদমাধ্যমের কাছে মহিলা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তাঁকে যৌনহেনস্থা করছিলেন ওই বিধায়ক। প্রতিদিন রাতে ফোনে তাঁকে ঘৃণ্য মেসেজ পাঠাতেন। প্রায়শই হোটেলে ডেকে পরিবারের সদস্যদের খুনের হুমকি দিয়ে ধর্ষণ করতেন। এই ঘটনা প্রকাশ্যে আসতেই বিপাকে পড়ে বিজেপির বন্ধু-দল টিডিপি।

পরিবারের সদস্যদের খুনের হুমকি দিয়ে একাধিকবার মহিলাকে হোটেলের রুমে ডেকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। সেই যৌননিগ্রহের ভিডিও ফাঁস হতেই সাসপেন্ড করা হল অভিযুক্ত অন্ধ্রপ্রদেশের শাসকদল তেলুগু দেশম পার্টির বিধায়ক কোনেটি আদিমুলমকে। অভিযুক্ত বিধায়ককে দল থেকে সাসপেন্ড করেন রাজ্য সভাপতি।

নির্যাতিতার কথায়, দলীয় কাজের সূত্রে মোবাইল নম্বর জোগাড় করে ভয় প্রদর্শন ও হেনস্থার শুরু। নানা অছিলায় হোটেলে ডেকে একাধিকবার ধর্ষণ করা হয়। ঘটনার কথা ফাঁস করলে ওই মহিলার পরিবারের সদস্যদের খুন করা হবে বলেও হুমকি দেন আদিমূলম। এই বিষয়টি খোদ মুখ্যমন্ত্রীর পুত্রের কাছে অভিযোগ জানিয়েছিলেন নির্যাতিতা। চন্দ্রবাবু নায়ডুর পুত্র নারা লোকেশকে চিঠি লিখে পুরো ঘটনার কথা জানান তিনি। কিন্তু তার পরেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। ভিডিও ফাঁস হতেই দল বাধ্য হল সাসপেন্ড করতে। উল্লেখ্য, তিরুপতি জেলার সত্যভেদু বিধানসভা আসন থেকে দু’বারের জয়ী বিধায়ক এই আদিমুলম। রায়লসীমার প্রভাবশালী নেতা তিনি।

Related articles

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...

বিমানবন্দর থেকে ‘পলাতক’ বাঁদর, তুলকালাম নেটপাড়া

অবাক কাণ্ড! কলকাতা বিমানবন্দরে থাই এয়ারওয়েজের এক যাত্রীর ব্যাগ খুলতেই বেরিয়ে এল দুটি ছোট বাঁদর। কিন্তু আশ্চর্যের বিষয়...

জামিন পেলেন না জীবনকৃষ্ণ, জেল হেফাজত ১৮ নভেম্বর পর্যন্ত

নিয়োগ মামলায় অভিযুক্ত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার জামিনের আবেদন খারিজ করল বিশেষ ইডি আদালত। বৃহস্পতিবার বিচার ভবনে শুনানি...
Exit mobile version