Monday, August 11, 2025

জাতীয় সংগীত বদল হোক! বাংলাদেশে ভারত-যোগ মুছে ফেলার ইঙ্গিত ইউনুসের

Date:

Share post:

বাংলাদেশে এবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জাতীয় সংগীত বদলের ডাক দিল জামাত। রবীন্দ্রনাথের লেখা জাতীয় সংগীত তাঁদের দেশের স্বতন্ত্রতাকে নষ্ট করছে বলেও দাবি করে তারা। যদিও এই দাবি ওঠার পরে দেশের বিভিন্ন অংশে প্রতিবাদও শুরু হয়। তবে এই বক্তব্য উঠে আসার পরে তা প্রতিহত করা তো দূরের কথা, ভারত-বিরোধী আওয়াজে ফের সুর চড়ালেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। কার্যত বাংলাদেশের প্রশাসনের মদতেই যে জামাত ফের সক্রিয় ক্ষমতায় আসতে চলেছে, তা অস্বীকার করলেও আদতে প্রমাণ করছেন ইউনুস।

জামাত-এ-ইসলামের নেতা আমির আজমের ছেলে আমান আজমি দাবি করেন, বাংলাদেশের জাতীয় সংগীত যেন নতুন করে লেখা হয়। বর্তমানে বাংলাদেশে যে জাতীয় সংগীত গাওয়া হয় তা ভারতের তৈরি বলেও দাবি করেন আজমি। কার্যত বাংলাদেশের জাতীয় সংগীত তাঁদের স্বাধীনতার পরিপন্থী দাবি করতে গিয়ে তিনি বলেছিলেন, ‘আমার সোনার বাংলা’ তৈরি হয়েছিল দুই বাংলাকে মেলানোর জন্য। কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছে, তাই এই গান বাংলাদেশের স্বাধীনতার বিরোধী।

যদিও জামাতের এই দাবির পরে গোটা বাংলাদেশে প্রতিবাদ শুরু হয়। বামপন্থী দলগুলি প্রকাশ্যে প্রতিবাদ জানায়। শুক্রবার বাংলাদেশের বিভিন্ন এলাকায় প্রতিবাদ হিসাবে প্রকাশ্যে জাতীয় সংগীতের আয়োজন করা হয়। উদীচী শিল্পগোষ্ঠীর পক্ষ থেকে দেশজুড়ে একই সময় সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার ব্যবস্থা করা হয়।

জামাতের এই দাবির পরেই প্রশ্ন উঠেছে বাংলাদেশে ক্রমশ আফগানিস্তানের মডেলে শাসন প্রতিষ্ঠা হওয়া নিয়েও। যেভাবে বিভিন্ন শিল্পের উপর আঘাত আনা হচ্ছে, তাতে আফগানিস্তানের তালিবানি শাসনের ছায়া দেখেন বামপন্থী আন্দোলনকারীরা। তবে প্রশাসনিক প্রধান মহম্মদ ইউনুস পাল্টা দাবি করেন, বাংলাদেশ আফগানিস্তান হয়ে যাওয়ার অপপ্রচার ভারত থেকে ছড়ানো হচ্ছে। তিনি পাল্টা তোপ দাগেন ভারতের দিক থেকে বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র বা বিএনপি ইসলামিক সংগঠন সমর্থক বলে যে প্রচার চালানো হচ্ছে তাতে লাগাম টানা উচিত ভারতের। কার্যত জামাতের ভারত বিরোধিতাকেই এক ধাপ পিছিয়ে প্রশ্রয় দেন ইউনুস। এমনকি ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকেও মুখ বন্ধ রাখার হুঁশিয়ারি দেন তিনি।

spot_img

Related articles

Petrol Diesel price: অপরিবর্তিত আজকের পেট্রোল-ডিজেলের দাম

১১ অগাস্ট (সোমবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে লিটার প্রতি...

Gold Silver Price: ফের ঊর্ধ্বমুখি সোনা-রুপোর দাম

সোমবার ১১ অগাস্ট, ২০২৫ ১ গ্রাম       ১০ গ্রাম পাকা সোনার বাট     ১০১৪৫ ₹     ১০১৪৫০ ₹ খুচরো পাকা সোনা   ১০১৯৫...

ভাবতেই পারি না আমার বিচ্ছেদ হবে: প্রথম বিচ্ছেদের পর অন্য সুর রাজের

বিচ্ছেদ করেই নতুন সম্পর্কে জড়িয়েছিলেন পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakroborty)। এর আগে শতাব্দী মিত্রের সঙ্গে বিয়ে হয়েছিল তাঁর।...

উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণে ফের খারাপ আবহাওয়ার পূর্বাভাস

শ্রাবণের শেষেও বর্ষা বাংলার উত্তর থেকে দক্ষিণ ভেজাতে কোনও কসুর করছে না। ফের একবার মৌসুমি অক্ষরেখার প্রভাবে শুধুমাত্র...