Saturday, August 23, 2025

ডাকাতি-খুনে ৫ জনের যাবজ্জীবন, ব্যারাকপুর কোর্ট চত্বরেই হুমকি ডাকাতদের!

Date:

জিপিএস ট্র্যাক করে গ্রেফতার হয়েছিল পাঁচ ডাকাত। শুক্রবার ব্যারাকপুর মহকুমা আদালত সেই পাঁচ ডাকাতের যাবজ্জীবন সাজার ঘোষণা করল। নিহত স্বর্ণ ব্যবসায়ীর পরিবার যদিও অন্তত দুজনের ফাঁসির দাবি জানিয়েছিলেন, তবে প্রমাণের অভাবে তাদের যাবজ্জীবন সাজা ঘোষণা করল আদালত। সাজা ঘোষণার পরেও বেপরোয়া ডাকাতদল। আদালত চত্বরেই শুক্রবার তাদের হুমকি দিতেও দেখা যায়।

২০২৩ সালের ২৪ মে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় উত্তেজনা ছড়িয়েছিল উত্তর চব্বিশ পরগণার ব্যারাকপুরে। ভরসন্ধ্যেয় একদল ডাকাত নীলরতন সিংহ নামে এক সোনার ব্যবসায়ীর দোকানে ঢুকে ডাকাতির চেষ্টা করে। মালিকের ছেলে নীলাদ্রি সিংহ ডাকাতদের বাধা দিলে তারা এলোপাথাড়ি গুলি চালায়। নীলাদ্রির মাথায় গুলি লাগলে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। গুলিতে আহত হন মালিক নীলরতন সিংহ সহ এক দোকানের কর্মী। এরপর ঘটনার তদন্তে নেমে পুলিশ দোকানের বাইরে ইয়ারফোনের একটি অংশ খুঁজে পায়।

সেই ইয়ারফোনের সূত্র ধরে জিপিএস ট্র্যাক করে বিহার, উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার করে পাঁচ দুষ্কৃতীকে। এক বছরের বেশি সময় ব্যারাকপুর আদালতে মামলা চলার পরে সফি খান, জহরুদ্দিন আনসারি, রাজবীর সিং, আনসার খান সহ আর একজনকে দোষী সাব্যস্ত করে আদালত। গত শনিবার দোষী সাব্যস্ত করার পরে এই শুক্রবার তাদের যাবজ্জীবন সাজার ঘোষণা করলেন বিচারক।

তবে প্রাণঘাতি এই ডাকাতরা কতটা ভয়ঙ্কর তার প্রমাণ মিলল শুক্রবার আদালত চত্বরে। সেখানেই তারা হুমকি দিতে থাকে ‘দেখে নেওয়ার’। রীতিমত হাসতে হাসতে যেতে দেখা যায় তাদের। এই ঘটনায় এখনও খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করতে পারেনি পুলিশ। ফলে নিহত নীলাদ্রির পরিবার ফাঁসির দাবি জানালেও, তা মঞ্জুর করেনি আদালত।

Related articles

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...
Exit mobile version