Friday, November 14, 2025

কবে শুরু হবে আর জি করের অভিযুক্তদের বিচার? CBI-এর জবাব দাবি ডেরেকের

Date:

গোটা রাজ্যের মানুষ চাইছেন সঠিক তদন্ত করে বের করে আনা হোক আর জি করে নির্যাতিতা চিকিৎসকের সঙ্গে ঠিক কী হয়েছিল। বিচার পাক নির্যাতিতা। রাজ্যের শাসক দলের তরফ থেকেও বারবার তদন্তকারী কেন্দ্রীয় সংস্থা সিবিআই-এর কাছে এই জবাব তলব করা হয়েছিল। এবার সরব হলেন তৃণমূল রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন (Derek O’Brien)। অভিযুক্তদের বিচার প্রক্রিয়া কবে শুরু করবে সিবিআই (CBI), জবাব চাইলেন সাংসদ।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে (Supreme Court of India) আর জি কর তদন্তের মামলার দিকে তাকিয়ে গোটা বাংলা অপেক্ষা করেছিল। বিচার মিলবে, আশায় আগের রাতে গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে রাত জেগেছিলেন মানুষ। কিন্তু সুপ্রিম কোর্টে মামলা পিছিয়ে সোমবার হয়ে যায়। রাজনৈতিক মহল তথা বিচারের দাবিতে আন্দোলনে নামা ডাক্তারদেরও আশা এতে প্রমাণ জোগাড় করে প্রকাশ্যে আনার জন্য হাতে আরও সময় পেল সিবিআই। কিন্তু তারপরেও বৃহস্পতিবার বা শুক্রবারেও সিবিআই-কে চার্জশিট (charge sheet) পেশ করার কোনও উদ্যোগ নিতে দেখা গেল না। আদৌ সিবিআই এই মামলায় কোনও কিনারা করতে পেরেছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে সব মহল।

এবার সাংসদ ডেরেক ও’ব্রায়েন (Derek O’Brien) সরাসরি সোশ্যাল মিডিয়ায় সিবিআই (CBI)-কে প্রশ্ন করলেন, “আর জি কর কাণ্ডে সিবিআই কবে চার্জশিট (charge sheet) দাখিল করবে এবং অভিযুক্তদের বিচার শুরু করাবে? কবে?” ইতিমধ্যেই বৃহস্পতিবার সিবিআই-কে চারটি প্রশ্ন করেছিলেন প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ। যে প্রশ্নের উত্তর দিলে একদিকে তদন্ত আদৌ কোন দিশায় এগোচ্ছে তার সঠিক তথ্য পাওয়া যেত। সেই সঙ্গে কলকাতা পুলিশের উপর যে একাধিক অভিযোগের আঙুল উঠেছে সেই বিষয়গুলিও স্পষ্ট হতে পারত। কলকাতা পুলিশ তদন্তভার নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে এক অভিযুক্তকে গ্রেফতার করেছিল। তারপরে ২৫ দিন পেরিয়ে গেলেও ধর্ষণ-খুনের ঘটনায় একটিও নতুন গ্রেফতার করতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার তাঁদের কাছেই চার্জশিট দাবি করলেন সাংসদ ডেরেক।

Related articles

দিল্লি বিস্ফোরণের জের: রাজ্যের বিশেষ বিশেষ স্থানে ঢেলে সাজছে নিরাপত্তা

রাজধানীতে গোয়েন্দা ব্যর্থতা স্পষ্ট। সেই সঙ্গে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রকের দিল্লি পুলিশও। দিনভর ঘাতক গাড়ি ঘুরে বেড়ালো, অথচ...

নেতৃত্ব দিতে অপারগ! রাঘোপুর ধরে রাখলেও অনুকরণ রাজনীতি নিয়ে ডুবলেন তেজস্বী

বিধানসভা নির্বাচনে প্রায় এক তৃতীয়াংশ আসন হারালো লালু প্রসাদের আরজেডি। নির্বাচনের ফলাফল আরজেডির মনোবল ভেঙে দেওয়ার পক্ষে যথেষ্ট।...

কংগ্রেসের হাত ধরলেই ভরাডুবি! বিজেপিকে রুখতে পারে একমাত্র তৃণমূল: লিটমাস টেস্ট বিহারে

কংগ্রেসের (Congress) হাত ধরলেই কি ভরাডুবি? ফের আরেকবার প্রশ্ন উঠল বিহার নির্বাচনের ফল প্রকাশের পরে। আর তার সঙ্গে...

পরকীয়া বাধা পেয়ে স্বামীকে খুন! অভিযোগে ইসলামপুরে আটক স্ত্রী

পরকীয়ায় বাধা দেওয়ায় স্বামীকে (Husband) খুন করে দেহ ঝুলিয়ে দেওয়ার অভিযোগ মহিলার বিরুদ্ধে। শুক্রবার ঘটনায় ইসলামপুরে (Islampur) ব্যাপক...
Exit mobile version