বউবাজারে ফের মেট্রো বিপত্তি, ফাঁকা করা হলো ১১টি বাড়ি

মেট্রোর কাজ (Metro Work) চলাকালীন বউবাজারে (Bowbazar) বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় তড়িঘড়ি দুর্গা পিতুরি লেনের ৫২ জন আবাসিককে অন্য হোটেলের স্থানান্তরিত করা হলো। বৃহস্পতিবার মধ্যরাত থেকে ১১ টি বাড়ি খালি করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে খবর। মেট্রোর সুড়ঙ্গে কাজ চলাকালীন শ্যাফটের নীচে জল বেরিয়ে আসায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বাসিন্দাদের স্থানান্তরিত করা হচ্ছে বলে জানা যাচ্ছে।

এই প্রথম নয় এর আগেও একাধিকবার মেট্রোর কাজ চলাকালীন বউবাজারে বাড়ি ভেঙে পড়ার আশঙ্কায় সাময়িকভাবে ঘরছাড়া হতে হয়েছিল এলাকাবাসীকে। যদিও মেট্রো ইঞ্জিনিয়াররা বলছেন এবারের ঘটনায় বড় কোন চিন্তার কারণ নেই।কিন্তু রাজ্যের এসওপি (SOP) অনুযায়ী বউবাজারে কিছু হলেই বাসিন্দাদের সরানো হয়। আগামী দু-তিনদিন গোটা বিষয়টি পর্যবেক্ষণ করার পর দুর্গা পিতুরি লেনের আবাসিকদের ফের ফিরিয়ে আনা হবে। বাসিন্দাদের অভিযোগ, ২৬ তারিখ হোটেলে নিয়ে যাওয়া হয়েছিল কাজ হওয়ার জন্য। এরপর ২ তারিখ ফিরে আসার অনুমতি দেওয়া হয়। তিন দিন যেতে না যেতেই ফের এই কাণ্ড। কবে সমস্যার পাকাপাকি সমাধান হবে তা নিয়ে প্রশ্ন তুলছেন আবাসিকরা।