বিরোধীদের চাপ, এবার সেবি দুর্নীতিতে কেন্দ্রে প্রশ্নের মুখে মাধবী?

সংসদীয় কমিটি ১৬৪টি দেশের নিয়ামক সংস্থার পর্যালোচনা করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। এই ১৬৪ সংস্থার মধ্যেই পড়ছে সেবি

সেবি-র প্রধান মাধবী পুরি বাচকে জিজ্ঞাসাবাদ করার প্রস্তুতি সংসদীয় কমিটির। নির্দিষ্টভাবে সেবি-র বিরুদ্ধে তদন্ত বিষয়ে আলাদা করে কিছু না বললেও যেভাবে দেশের সব রেগুলেটরি বডির কার্যকলাপ নিয়ে পর্যালোচনা করবে সংসদীয় কমিটি, সেভাবেই সেবির পদক্ষেপ নিয়ে পর্যালোচনা হওয়ার জল্পনা রাজনৈতিক মহলে। সেবি-র পর্যালোচনা হলেই স্বাভাবিকভাবে ডাক পড়বে প্রধান মাধবী পুরি বুচেরও, জল্পনা রাজনৈতিক মহলে।

সংসদের সংসদীয় কমিটির প্রধান কংগ্রেস সাংসদ কে সি বেণুগোপাল। তিনি দেশের সব নিয়ামক সংস্থাগুলির কাজকর্মের পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছেন। সংসদে বিজেপির আসন বিরোধীরা ছিনিয়ে নেওয়ার পরই শুরু হয়েছে গণতন্ত্রের প্রতিষ্ঠা। যেখানে তদন্তের মুখে পড়তে চলেছেন সেবি প্রধানও।

সংসদীয় কমিটি ১৬৪টি দেশের নিয়ামক সংস্থার পর্যালোচনা করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। এই ১৬৪ সংস্থার মধ্যেই পড়ছে সেবি। ঠিক এমন পরিস্থিতিতে এই পর্যালোচনার ডাক দেওয়া হয়েছে, যখন স্টক এক্সচেঞ্জের নিয়ামক সংস্থার প্রধানের আর্থিক দুর্নীতির একের পর এক পর্দা উঠতে শুরু করেছে। কংগ্রেসের পক্ষ থেকে সেই উদ্যোগ নেওয়া হয়েছে। ১০ সেপ্টেম্বর প্রথমবার নতুন সংসদীয় কমিটি প্রথম আলোচনায় বসছে। প্রথমে জল জীবন মিশন নিয়ে আলোচনা হবে। তবে এই সারিতেই আসবে সেবিও।