R G Kar-এ ধর্ষণ-খুনের মতো হাই প্রোফাইল মামলায় সিবিআইয়ের ভূমিকা নিয়ে চূড়ান্ত গাফিলতির অভিযোগ তুলল খোদ আদালত। ধৃত সঞ্জয় রায়ের (Sajay Ray) জামিন মামলায় হাজিরই ছিলেন না সিবিআইয়ের আইনজীবী! শুক্রবার শিয়ালদহ আদালতে ভার্চুয়াল শুনানি হয়। আর সেখানেই ৪০ মিনিট দেরিতে হাজির হন CBI-এর আইনজীবী। হাজির ছিলেন না তদন্তকারী অফিসারও। ধৃত সঞ্জয় রায়ের ১৫ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত।
এই সময় সঞ্জয় কান্নাকাটি করে জামিনের আবেদন করে। তার হয়ে লিগাল এইডের আইনজীবী কবিতা সরকার জামিনের আবেদন করেন। সিবিআই-কে সওয়াল করতে বলেন বিচারক পামেলা গুপ্তা। সিবিআই-এর আইনজীবী ও তদন্তকারী অফিসার কেউই উপস্থিত ছিলেন না। প্রায় ৪০ মিনিট পরে আসেন সিবিআই আইনজীবী। এর পর আদালতে ভার্চুয়াল মাধ্যমে অভিযুক্তকে হাজির করানোর প্রক্রিয়া শুরু হয়। ধৃতের আইনজীবীও সিবিআইয়ের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তবে, ধৃতের জামিনের বিরোধিতা করে সিবিআই। ধৃত সঞ্জয়কে (Sajay Ray) ১৫ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত।