আর জি কর কাণ্ডের মধ্যেই টালা থানার (Tala PS) ওসি বদল হল। বৃহস্পতিবার মধ্যরাতে লালবাজার তরফ থেকে টালা থানার দায়িত্ব দেওয়া হয় শ্যামপুকুর থানার (Shyampukur PS) অতিরিক্ত ওসি মলয় দত্ত-কে (OC Malay Dutta)। শুক্রবার, দায়িত্ব বুঝে নেন তিনি। শারীরিক অসুস্থতার কারণে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আগের ওসি অভিজিৎ মণ্ডল (Abhijit Mandol)।