Monday, January 12, 2026

বিশ্বভারতীর হস্টেলে ছাত্রীর দেহ উদ্ধার! খুন না আত্মহত্যা ঘনাচ্ছে রহস্য

Date:

Share post:

বিশ্বভারতীর (Visva-Bharati) আবসিক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সন্ধ্যায় আম্রপালি গার্লস হস্টেলে (Amrapali Girls Hostel) অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় ওই ছাত্রীকে। খবর পেয়ে ঘটনাস্থলে যান বীরভূম জেলা পুলিশের অতিরিক্ত সুপার রানা মুখোপাধ্যায় এবং বোলপুরের এসডিপিও রিকি আগরওয়াল। তথ্য প্রমাণ যাতে নষ্ট না হয় তার জন্য পুলিশ ছাত্রী নিবাসে ঢুকলে পড়ুয়ারা বিক্ষোভ দেখায়। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও বিশ্বভারতীর আধিকারিকদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বিশ্বভারতীর শিল্প সদনের (Shilpa Sadan) তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন অনামিকা৷ তিনি উত্তরপ্রদেশের বারাণসীর বাসিন্দা৷ বৃহস্পতিবার বিকেলে ছাত্রী নিবাস থেকে তাঁর অচৈতন্য দেহ উদ্ধার করা হয়। তাকে প্রথমে তাঁকে বিশ্বভারতীর পিয়ার্সন মেমোরিয়াল হাসপাতালে (Pearson Memorial Hospital) নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতির কারণে বোলপুর মহকুমা হাসপাতালে (Bolpur SD Hospital) নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। একাংশের ছাত্রীদের দাবি মৃতা ছাত্রী বিষ খেয়েছিল।

অন্যদিকে, ছাত্রী মৃত্যুর ঘটনায় আম্রপালি হস্টেলে পুলিশ তদন্ত করতে ঢুকলে, পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। ছাত্র-ছাত্রীদের অভিযোগ, কর্তৃপক্ষ ছাড়া কীভাবে হস্টেলের ভেতরে পুলিশ প্রবেশ করল? পাশাপাশি তাদের দাবি, কীভাবে মৃত্যু ঘটল ওই ছাত্রীর, অবিলম্বে জানাতে হবে বিশ্বভারতী কর্তৃপক্ষকে। ঘটনার রাতে বিশ্বভারতীর ভারপ্রাপ্ত কর্মসচিব অশোক মাহাত হস্টেলে গেলে তাঁদের ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকে পড়ুয়ারা।

তবে এই ইস্যুতে কড়া হাতে পরিস্থিতি মোকাবিলা করতে চায় জেলা পুলিশ। ঘটনাস্থল পর্যবেক্ষণের পর বীরভূমের অতিরিক্ত পুলিশ সুপার বলেন,  “ঘটনার খবর পাওয়ার পরেই সিদ্ধান্ত  হয়েছে, বোর্ড বসিয়ে কোনও মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ময়নাতদন্ত করা হবে। প্রমাণ লোপাটের ভয়ে হস্টেলের ঘরটি সিল করা হয়েছে। প্রয়োজনে ফরেন্সিক দলকে ডাকা হবে। তদন্তে কোনও ত্রুটি রাখা হবে না।”

spot_img

Related articles

সোফিয়ার সঙ্গে বাগদান সারলেন ধাওয়ান, জানুন পাত্রী পরিচয়

জল্পনায় সিলমোহর। আইরিশ প্রেমিকা সোফিয়া সাইনের(Sophie Shine) সঙ্গে বাগদান পর্ব সেরে ফেললেন শিখর ধাওয়ান(Shikhar Dhawan)।  ইনস্টাগ্রামে পোস্ট করে...

সম্প্রীতির চিরন্তন পথপ্রদর্শক; স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে সিমলা স্ট্রিটে শ্রদ্ধার্ঘ্য অভিষেকের

প্রতিবছরের মতো এবছরও স্বামী বিবেকানন্দের জন্মদিবসে সিমলা স্ট্রিটের বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

চেনা গানেই বাবাকে শেষ ডাক আরিয়ার! বাগডোগরায় চোখের জলে বিদায় প্রশান্তকে

সোমবার সকালে বাগডোগরা বিমানবন্দরের রানওয়ে তখন ভারী হয়ে আছে বিষণ্ণতায়। চার বছরের একরত্তি শিশু আরিয়া জানে না কী...

মনোজ আগরওয়ালের ব্যক্তিগত নম্বর ভাইরাল! আইনি পথে হাঁটছেন ‘বিরক্ত’ CEO

অপরিকল্পিত SIR-এ কাজের চাপ বাংলায় একের পর এক BLO-র মৃত্যু হচ্ছে। এই পরিস্থিতিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO)...