Wednesday, December 10, 2025

বিশ্বভারতীর হস্টেলে ছাত্রীর দেহ উদ্ধার! খুন না আত্মহত্যা ঘনাচ্ছে রহস্য

Date:

Share post:

বিশ্বভারতীর (Visva-Bharati) আবসিক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সন্ধ্যায় আম্রপালি গার্লস হস্টেলে (Amrapali Girls Hostel) অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় ওই ছাত্রীকে। খবর পেয়ে ঘটনাস্থলে যান বীরভূম জেলা পুলিশের অতিরিক্ত সুপার রানা মুখোপাধ্যায় এবং বোলপুরের এসডিপিও রিকি আগরওয়াল। তথ্য প্রমাণ যাতে নষ্ট না হয় তার জন্য পুলিশ ছাত্রী নিবাসে ঢুকলে পড়ুয়ারা বিক্ষোভ দেখায়। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও বিশ্বভারতীর আধিকারিকদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বিশ্বভারতীর শিল্প সদনের (Shilpa Sadan) তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন অনামিকা৷ তিনি উত্তরপ্রদেশের বারাণসীর বাসিন্দা৷ বৃহস্পতিবার বিকেলে ছাত্রী নিবাস থেকে তাঁর অচৈতন্য দেহ উদ্ধার করা হয়। তাকে প্রথমে তাঁকে বিশ্বভারতীর পিয়ার্সন মেমোরিয়াল হাসপাতালে (Pearson Memorial Hospital) নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতির কারণে বোলপুর মহকুমা হাসপাতালে (Bolpur SD Hospital) নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। একাংশের ছাত্রীদের দাবি মৃতা ছাত্রী বিষ খেয়েছিল।

অন্যদিকে, ছাত্রী মৃত্যুর ঘটনায় আম্রপালি হস্টেলে পুলিশ তদন্ত করতে ঢুকলে, পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। ছাত্র-ছাত্রীদের অভিযোগ, কর্তৃপক্ষ ছাড়া কীভাবে হস্টেলের ভেতরে পুলিশ প্রবেশ করল? পাশাপাশি তাদের দাবি, কীভাবে মৃত্যু ঘটল ওই ছাত্রীর, অবিলম্বে জানাতে হবে বিশ্বভারতী কর্তৃপক্ষকে। ঘটনার রাতে বিশ্বভারতীর ভারপ্রাপ্ত কর্মসচিব অশোক মাহাত হস্টেলে গেলে তাঁদের ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকে পড়ুয়ারা।

তবে এই ইস্যুতে কড়া হাতে পরিস্থিতি মোকাবিলা করতে চায় জেলা পুলিশ। ঘটনাস্থল পর্যবেক্ষণের পর বীরভূমের অতিরিক্ত পুলিশ সুপার বলেন,  “ঘটনার খবর পাওয়ার পরেই সিদ্ধান্ত  হয়েছে, বোর্ড বসিয়ে কোনও মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ময়নাতদন্ত করা হবে। প্রমাণ লোপাটের ভয়ে হস্টেলের ঘরটি সিল করা হয়েছে। প্রয়োজনে ফরেন্সিক দলকে ডাকা হবে। তদন্তে কোনও ত্রুটি রাখা হবে না।”

spot_img

Related articles

বিপর্যয় মোকাবিলা খাতে বাংলার বকেয়া ৫৩৬৯৫ কোটি! তৃণমূলের চিঠি সংসদীয় কমিটিকে

কেন্দ্রের থেকে বাংলা শুধু বঞ্চনাই পেয়েছে। শীতকালীন অধিবেশনে সংসদের ভিতরে বাইরে বাংলার বকেয়া নিয়ে দিনের পর দিন আন্দোলন...

উদয়-অনামিকার দাম্পত্যে ভাঙ্গন! টলিপাড়ার চর্চায় টেলিপর্দার রিয়েল লাইফ জুটি 

বছর শেষেই কি আরও এক বিচ্ছেদের খবর আসতে চলেছে টলিপাড়ায়? ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অনামিকা চক্রবর্তী (Anamika Chakraborty) সোশ্যাল...

মেসিকে নিয়ে মোহনবাগানের অভিনব ভাবনা, উপহার তালিকায় থাকছে বিশেষ চমক

মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরই সেই মাহেন্দ্রক্ষণ। কলকাতায় আসছেন লিও মেসি(Leo Messi)। মাত্র কয়েক ঘণ্টার ঝটিকা সফর,  কিন্তু তাতেই...

এক ডায়লগে বাজিমাৎ, রিয়েল এস্টেট প্রকল্পের প্রমোশনকে কনসার্টে পরিণত করলেন শাহরুখ

তিনি ভারতীয় বিনোদন জগতের (Indian entertainment industry) রোমান্টিক আইকন। চোখের চাহনি থেকে কথা বলার এক্সপ্রেশনে বুঁদ মহিলা মহল।...