Tuesday, November 4, 2025

সব মিথ্যে! বাড়িতে হানা দেওয়া ইডি-কে দেখেই জ্বলে উঠলেন সন্দীপের স্ত্রী

Date:

তদন্ত শুরু হয়েছিল আর জি করে ধর্ষণ ও খুন হওয়া চিকিৎসকের বিচার চেয়ে। কলকাতা পুলিশ ২৪ ঘণ্টার মধ্যে যে অভিযুক্তকে গ্রেফতার করেছিল তার পরে এক ধাপও এগোতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই-এর দোসর হিসাবে সেই তদন্তের লেজ ধরে এসেছে ইডি। কিন্তু তাদের যাবতীয় নজর আর জি করের আর্থিক দুর্নীতির তদন্তেই, শুক্রবার সেটা আবারও প্রমাণ হয়ে গেল। তবে অভিযুক্ত আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের স্ত্রীর সাফ জবাব, তাঁর স্বামীর বিরুদ্ধে আনা কোনও অভিযোগ প্রমাণিতই হবে না।

শুক্রবার সকাল ৬টা ২৫ মিনিটে সন্দীপ ঘোষের বাড়ি পৌঁছায় ইডি-র তদন্তকারীরা। বর্তমানে সিবিআই হেফাজতে বন্দি সন্দীপ ঘোষ। তাঁর বাড়িতে ‘গুপ্তধনের সন্ধানে’ গিয়ে তিন ঘণ্টা অপেক্ষা করতে হয় ইডি-র আধিকারিকদের। এরপর মাস্কে মুখ ঢেকে রোদ চশমা ও ওড়নার আড়ালে বেরিয়ে আসেন সন্দীপ ঘোষের স্ত্রী সঙ্গীতা ঘোষ। তিনি বেরোতেই অপেক্ষারত সাংবাদিকরা তাঁকে প্রশ্নবাণে জর্জরিত করেন। আর তাতেই স্পষ্ট কথা সঙ্গীতার।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সঙ্গীতা দাবি করলেন, “সব মিথ্য়া। প্রমাণ হওয়ার আগে কাউকে ভিলেন বানিয়ে দেবেন না।” সেই সঙ্গে তিনি যোগ করেন তাঁর স্বামীর বিরুদ্ধে ওঠা অভিযোগ “সম্পূর্ণ মিথ্যা। কাগজ কিছু পাওয়া যায়নি। যাবেও না। আমার স্বামী কিছু করেননি।” পাশাপাশি এই প্রসঙ্গে অন্য চক্রের তাঁর স্বামীকে ফাঁসানোর বিষয়েও ইঙ্গিত দেন সঙ্গীতা ঘোষ।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version