Sunday, August 24, 2025

ওড়িশায় বার্ড ফ্লু-র দাপট, রাজ্যে ডিম ও মুরগির মাংস আমদানিতে নিষেধাজ্ঞা

Date:

Share post:

বার্ড ফ্লুর প্রকোপ বাড়ছে ওড়িশায়। একাধিক জেলায় হদিশ মিলেছে এভিয়ান ইনফ্লুয়েঞ্জার। আর তার জেরে ওড়িশা থেকে ডিম-চিকেন আসায় নিষেধাজ্ঞা জারি করল রাজ্য সরকার। যা জারি থাকবে আগামী দু’সপ্তাহ।জানা গিয়েছে, পুরী-সহ ওড়িশার কয়েকটি জেলায় ছড়িয়ে পড়েছে এই সংক্রমণ। এদিকে সেই রাজ্যের ডিম ও চিকেন দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম মূলত তিন জেলা দিয়ে এই রাজ্যে আসে। ফলে  এই তিন জেলার পুলিশকে বিশেষভাবে সর্তক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।  সেই নির্দেশ মেনে শুরু হয়েছে নাকা চেকিংও।

রাজ্যের তরফ ইতিমধ্যে জানানো হয়েছে, বাংলায় ভয়ের কারণ নেই। পাশাপাশি এই রাজ্যে মুরগির মাংস ও ডিমের উৎপাদনের ওপর কোনও নিষেধাজ্ঞা নেই বলে নবান্ন সূত্রে জানানো হয়েছে। কিন্তু ফ্লু যেহেতু দ্রুত মুরগির মধ্যে ছড়িয়ে পরে তাই সতকর্তা হিসাবে আগামী দু’সপ্তাহ আমদানিতে নিষেধাজ্ঞা বহাল রাখার সিদ্ধান্ত।

প্রসঙ্গত, এরাজ্যে প্রতিদিন ডিমের চাহিদা মেটাতে মূলত অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা থেকে কয়েকশো লরি ডিম বাংলায় আসে। সেখানে ওড়িশা থেকে ডিম ও চিকেনের ওপর নিষেধাজ্ঞা জারি হওয়ায় মুরগির ডিমের দাম বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। যদিও প্রশাসনের তরফ থেকে কালোবাজারি রুখতে নজরদারি চালানোর কথা বলা হয়েছে। পাশাপাশি সীমানাবর্তী এলাকায় সংক্রমণ আটকাতে বিশেষ ব্যবস্থার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।











spot_img

Related articles

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...