Sunday, May 4, 2025

আরজি কর-কাণ্ডের প্রতিবাদে পুজোয় সরকারি অনুদান ফেরানোর হিড়িক পড়েছে। এই আবহে এবার উলটপুরাণ।পুজোয় ৮৫ হাজার টাকা  সরকারি অনুদান পেতে হাই কোর্টের দ্বারস্থ তিন ক্লাব।আদালত সেই অনুমতিও দিয়েছে। শনিবার একথা জানান তৃণমূল নেতা কুণাল ঘোষ।তিনি জানিয়েছেন, অনুদান পাওয়া মোট ক্লাবের সংখ্যা ৪৫ হাজার ৫০০। তার মধ্যে যারা নেব না বলেছে সেটা এক শতাংশেরও কম। সরকারের সিদ্ধান্ত ছিল নথিভুক্ত ক্লাবগুলোকেই দেওয়া হবে। কিন্তু ৩টি ক্লাব নতুন করে হাই কোর্টে আবেদন করে, এই তালিকায় তাদের নাম নথিভুক্ত করতে হবে যাতে পুজো অনুদানের টাকা তারা পায়।হাই কোর্ট বিবেচনা করে তাদের পক্ষে রায় দিয়েছে।কুণালের সাফ কথা,যারা ফেরাতে চান তাদের পরের বছর তালিকায় রাখা হবে কিনা সেটা সরকারের সিদ্ধান্ত। কিন্তু এটার সঙ্গে আরজি করের আন্দোলন মেলাবেন না।

জানা গিয়েছে, বাদল পল্লি মহিলা দুর্গোৎসব কমিটি, বাঁশদ্রোণী কালীতলা পার্ক নাগরিক সেবা সমিটি এবং নিবেদিতা পার্ক অ্যাসোসিয়েশন অনুদান চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়।কুণাল অনুদান ফেরানো প্রসঙ্গে বলেন, এই ‘ট্রেন্ডে’ আদপে ক্ষতি রাজ্যের অর্থনীতির। ধাক্কা খাবে পুজোর সঙ্গে যুক্ত প্রান্তিক মানুষজন। কুণাল আরও বলেছন, আরজি কর নিয়ে ন্যায়বিচার আমরা সবাই চাই। যেখানে কলকাতা পুলিশ ১২ব ঘণ্টার মধ্যে একজনকে গ্রেফতার করেছে সেখানে সিবিআই কিছু করতে পারেনি এখনও পর্যন্ত। এই আন্দোলনের সঙ্গে পুজোর অর্থনীতি মেশাবেন না। অসংগঠিত ক্ষেত্রে বহু পেশার ব্যাপার রয়েছে। সমাজের বিভিন্ন ক্ষেত্রে ছড়িয়ে পড়ে এটা। এর সঙ্গে টাকা ফেরত মেশাবেন না।

 











Related articles

মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

ওয়াকফ বিরোধী আন্দোলনের (protest against WAQF ammendment act) নামে মুর্শিদাবাদ জুড়ে গন্ডগোল এবং উত্তেজনার জেরে জাফরাবাদে বাবা-ছেলের খুনের...

রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জওয়ানকে আটক বিএসএফের 

কাশ্মীরে হামলার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করার...

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...
Exit mobile version