Wednesday, August 20, 2025

বিদেশ সফরে ব্যস্ত মোদি। বিরোধীদের বারবার দাবির পরেও তিনবারের প্রধানমন্ত্রীর নজর পড়েনি মণিপুরের দিকে। ফের আগুন জ্বলল সেই মণিপুরে। কুকি-মেইতি সংঘর্ষে মৃত্যু হল অন্তত ছয় স্থানীয় মানুষের। দুপক্ষের মাঝে পড়ে কার্যত হিমসিম খায় মণিপুর পুলিশ ও কেন্দ্রের যৌথ বাহিনী। এলাকায় গিয়ে হামলার মুখে পড়ে কোনওমতে প্রাণ বাঁচায় তাঁরা। এলাকায় জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে বলে জানায় পুলিশ।

জিরিবাম জেলায় নতুন করে আগুন ছড়িয়েছে শুক্রবার। রাতের অন্ধকারে একটি বাড়িতে কুকি সম্প্রদায়ের রকেট হামলায় এক বৃদ্ধের প্রাণ যায়। তারপরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি সামলাতে বিষ্ণুপুর থানার পুলিশের বাহিনী ঘটনাস্থলে পৌঁছালে তাঁরাও আক্রান্ত হয়। ইতিমধ্যেই কুকি ও মেইতি দুপক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয়ে যায়। সেখানেই নিরুপায় হয় আটকে পড়ে পুলিশ। পরে কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।

পরে সাংবাদিক বৈঠক করে মণিপুর পুলিশ দাবি করে চূড়াচাঁদপুর জেলায় জঙ্গিদের তিনটি বাঙ্কার দখল করে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ। উদ্ধার হয় অস্ত্র। সেই সঙ্গে জারি রয়েছে জঙ্গিদের অনুসন্ধানে পুলিশের চিরুনি তল্লাশি। যদিও বাস্তব ছবি তেমন কথা বলছে না। শুক্রবার থেকে শনিবারও এক নাগাড়ে লড়াই জারি রয়েছে কুকি-মেইতি দুপক্ষের। এর আগে জিরিবাম জেলার হমার, থাডোউ, পইতে ও মিজো উপজাতির মানুষও প্রশাসনের শান্তি বৈঠকে নেওয়া নীতি মানতে সম্মত হয়েছিল। পরে একাধিক গোষ্ঠী সেই নীতি না মানার সিদ্ধান্ত নেয়।

Related articles

ডুরান্ড অভিষেকেই ইতিহাস তৈরি ডায়মন্ড হারবারের, সেমিফাইনালেই বিদায় লাল-হলুদ ব্রিগেড

বড় ম্যাচ জিতে পরের ম্যাচে মুখ থুবড়ে পড়ার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো ইমামি ইস্টবেঙ্গল এফসি (EEBFC)। আর অন্যদিকে ডুরান্ড...

বাঁকুড়ার ডেকরেটার্স মালিক খুন মামলায় দোষী সাব্যস্ত! কর্মী-সহ ৩ জনের যাবজ্জীবন

ডেকরেটার্স মালিক খুনের চার বছর পর রায় দিল বাঁকুড়া জেলা আদালত। যাবজ্জীবন কারাদণ্ড হল এক কর্মী-সহ তিন অভিযুক্তের।...

অভিষেকের উদ্যোগ! এসপ্ল্যানেড রো ওয়েস্টের নতুন নাম হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’ 

মধ্য কলকাতার এসপ্ল্যানেড রো ওয়েস্টের নামকরণ করা হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’। উদ্যোগী ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

বারবার ৩ বার, ফের প্রধানমন্ত্রীর সভায় ব্রাত্য দিলীপ!

ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সভায় আমন্ত্রণ জানানো হল না বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতি দিলীপ ঘোষকে...
Exit mobile version