Monday, August 25, 2025

আর জি কর মেডিক্যাল কলেজে (R G Kar Medical College And Hospital) তরুণী চিকিৎসকে ধর্ষণ-খুনের পরে কেটেছে ৩০ দিন। সোমবার, সুপ্রিম কোর্টে (Supreme Court) শুনানি। স্যাটাস রিপোর্ট জমা দেবে তদন্তকারী সংস্থা CBI। তার আগে রবিবার দিনভর বিভিন্ন মিছিল থেকে বিচার চাওয়া হল। আর নির্যাতিতার পরিবাদের তরফ থেকে উঠল বিচারের দাবি। We want justice নয়, আওয়াজ উঠল We demand justice।রবিবার, তরুণীর ধর্ষণ-খুনের বিচার চেয়ে এনআরএস হাসপাতাল থেকে ধর্মতলার মিছিল করেন চিকিৎসকেরা। সেই মিছিলে যোগ দেন নির্যাতিতার বাবা-মা-সহ পরিবারের সদস্যেরা। দ্রুত বিচারের দাবি ওঠে মিছিল থেকে। ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানের বদলে নির্যাতিতার কাকিমা বললেন, ‘উই ডিমান্ড জাস্টিস’। তাঁদের সঙ্গে গলা মিলিয়ে চিকিৎসকেরা বলেন, ”একটাই দাবি আমাদের। বিচার চাই। এ বার সুপ্রিম কোর্টের (Supreme Court) পরীক্ষা। আমাদের আশাপূরণ করতে পারে শীর্ষ আদালতই।”
এদিন ধর্মতলায় দাঁড়িয়ে নির্যাতিতার বাবার কথায়, সহজে বিচার পাবেন না, সেটা তিনি জানেন। কিন্তু সবাই পাশে থাকলে মেয়ের মৃত্যুর বিচার ছিনিয়ে আনবেন। তিনি বলেন, “মেয়ের সঙ্গে যে জঘন্য অপরাধ হয়েছে, তার যে সম্মিলিত প্রতিবাদ হচ্ছে, তাতে আমি সাহস পেয়েছি। সবাইকে বলতে চাই, আমার সঙ্গে থাকুন। যা পরিস্থিতি দেখছি, বিচার সহজে পাব না। বিচার আমাদের ছিনিয়ে নিয়ে আসতে হবে। আশা করি, সবাই আমাকে সহযোগিতা করবেন। আপনারাই আমার সাহস।”

মৃতার মায়ের কথায়, “ছোট থেকেই ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল। বলত, আমি ডাক্তার হব মা। বড় হয়ে ডাক্তার হয়ে দায়িত্ব পালন করতে গিয়ে আরজি করে বলিদান করল আমার মেয়ে। নৃশংস, অত্যাচারিত হয়ে হয়তো মেয়েটা ‘মা-মা’ বলেছে। প্রতি দিন কানে মেয়ের ‘মা’ ডাক শুনি।” নির্যাতিতার মায়ের আর্জি, “শুধু একটাই আবেদন, যত দিন আমার মেয়ে বিচার না পায়, আপনারা আন্দোলন জারি রাখুন।”

চিকিৎসকদের মিছিল থেকে চিকিৎসকের কাকিমা বলেন, “ছোট থেকে যে মেয়েটাকে বড় হতে দেখেছি, বাপি-মায়ের সঙ্গে যে কাকিমা ডাক শুনেছি মেয়েটার গলায়, আমাকে কাকিমা বলার মতো আর কেউ নেই।” তাঁর কথায়, “শুধু বলতে চাই, ‘উই ওয়ান্ট জাস্টিস’ না। ‘উই ডিমান্ড জাস্টিস’। আপনারাও সবাই বলুন, আমদের দাবি ‘জাস্টিস’। যত দিন না এই ঘটনার সুবিচার আসে, তত দিন আপনারা কেউ রাস্তা ছাড়বেন না।”

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version