Wednesday, December 24, 2025

ফের তৈরি হয়েছে নিম্নচাপ, সপ্তাহের শুরুতেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে

Date:

Share post:

দরজায় কড়া নাড়ছে পুজো। তার প্রস্তুতিও তুঙ্গে। কিন্তু সেখানেও ‘অসুর’ বৃষ্টি। বঙ্গোপসাগরে ফের তৈরি হয়েছে নিম্নচাপ। যার নিট ফল, সপ্তাহের শুরুতেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে। যদিও আগামী ২৪ ঘণ্টা তাপমাত্রার পারদ‌ চড়বে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকায় বাড়বে অস্বস্তি।

আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়াচ্ছে। ধীর গতিতে তা উত্তর দিকে এগিয়ে যাচ্ছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে তা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।
রবিবার শহর কলকাতার আকাশ থাকবে আংশিক মেঘলা। তবে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে রোদ বাড়বে। সঙ্গে অস্বস্তি বাড়াবে আপেক্ষিক আর্দ্রতার জন্য। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সোমবার থেকে কলকাতায় বাড়বে বৃষ্টি। বুধবার পর্যন্ত দুর্যোগের সম্ভাবনা শহরে।

রবিবার সেভাবে দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টিপাত হবে না। সোমবার থেকে আকাশ থাকবে মেঘলা। বুধবার পর্যন্ত সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। মঙ্গলবার ভারী বৃষ্টিপাত হতে পারে বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে। বুধবার ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি ও উত্তর ২৪ পরগনায়।

উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই রবিবার পর্যন্ত বেশি থাকবে তাপমাত্রা। কিন্তু সোমবার থেকে উত্তরবঙ্গেও বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ। সোমবার ভারী বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে। মঙ্গলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর জেলায়।

 

spot_img

Related articles

শালবনিতে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, হুগলিতে ওয়্যারহাউস! সিদ্ধান্ত মন্ত্রিসভার 

কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি শিল্প পরিকাঠামো বৃদ্ধি করতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বুধবার মন্ত্রিসভার বৈঠকে দুইটি গুরুত্বপূর্ণ প্রকল্পে...

ডিরেক্টরেট স্তরের কর্মীদের জন্য কমন ক্যাডার গঠন, সিদ্ধান্ত মন্ত্রিসভায়

রাজ্য সরকার এবার সচিবালয়ের কর্মীদের মতোই ডিরেক্টরেট স্তরের কর্মীদের জন্য কমন ক্যাডার গঠনের সিদ্ধান্ত নিয়েছে। নবান্ন সূত্রে জানা...

পর্যটন মরশুমে নিয়মে বদল! বড়দিন ও নববর্ষে খোলা থাকবে ডুয়ার্সের জঙ্গল 

পর্যটকদের কথা মাথায় রেখে ভরা পর্যটন মরশুমে বড় সিদ্ধান্ত নিল বনদফতর। জঙ্গল সাফারির সাপ্তাহিক রুটিনে সাময়িক পরিবর্তন এনে...

গান্ধীর নাম বাদের প্রতিবাদে কংগ্রেসের মিছিল ঘিরে অশান্তি

দিন কয়েক আগেই বিরোধীদের প্রবল বিক্ষোভ সত্ত্বেও মনরেগার (MGNREGA) পরিবর্তে জি রাম জি বিল পাশ করিয়েছে মোদি সরকার...