তেল ভরিয়ে বিল না মিটিয়ে, পেট্রোল পাম্পের এক কর্মীকেই পিষে মারার অভিযোগ উঠল পিকআপ ভ্যানের (Pickup Van)চালকের বিরুদ্ধে। শনিবার গভীর রাতে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে শান্তিপুরের কন্দখোলা এলাকায়। তড়িঘড়ি আহত কর্মীকে হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘাতক গাড়ির চালক পলাতক।
মর্মান্তিক: বিল না মিটিয়ে পেট্রোল পাম্পের কর্মীকেই পিষে মারল পিকআপ ভ্যান!
Date:
Share post: