Saturday, May 24, 2025

চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটছে বাংলাদেশের (Bandgladesh) বির্তকিত লেখিকা তসলিমা নাসরিনের (Taslima Nasrin)। তবে বিষয়টি বাংলাদেশের অস্থিরতা বা তার পরবর্তী অবস্থার জন্য নয়। মূলত ভারতে থাকা নিয়ে আশঙ্কায় ভুগছেন ‘নির্বাসিত’ লেখিকা। ১৯৯৪ সালে বাংলাদেশ ছেড়ে আসার পর ভারতেই বেশি সময় থেকেছেন সাহিত্যিক তসলিমা নাসরিন। তবে এবার বেশ আশঙ্কার মধ্যেই রয়েছেন তিনি। কারণ গত জুলাই মাসে তাঁর রেসিডেন্স পারমিটের মেয়াদ ফুরিয়েছে। রিনিউ কবে হবে, তা এখনও জানা যায়নি।বাংলদেশ থেকে নির্বাসিত লেখিকা বর্তমানে সুইডেনের নাগরিক। ২০০৪ থেকে ২০০৭ সাল পযর্ন্ত কলকাতাতেই থাকতেন ‘সেই সব অন্ধকারে’র লেখিকা। কিন্তু আত্মজীবনীমূলক গ্রন্থ ‘দ্বিখণ্ডিত’ নিষিদ্ধ হওয়ার পর মৌলবাদীদের হুমকিতে বাংলা ছাড়তে হয় তাঁকে। এরপর জয়পুরে থাকতেন, পরে দিল্লির বাসিন্দা হন তিনি।বাংলাদেশে নিষিদ্ধ হওয়ার পর ভারতে দীর্ঘকালীন রেসিডেন্ট পারমিট পেয়েছিলেন তাসলিমা নাসরিন (Taslima Nasrin)। যা প্রতিবার রিনিউ হয়ে আসছিল। কিন্তু এবার মেয়াদ ফুরিয়ে যাওয়ার পর তা রিনিউ না হওয়া চিন্তায় পড়েছেন লেখিকা। এক সাংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, “আমি যদি পারমিট না পাই, নিশ্চিত ভাবেই মারা যাব। আমি এমন অবস্থায় রয়েছি যে কোথাও যাওয়ার জায়গাই নেই।”

বাংলাদেশের বর্তমানে যে পরিস্থিতি সেই কারণেই পারমিট রিনিউ সমস্যা? এই বিষয়ে লেখিকা বলেন “বাংলাদেশ ও সেখানকার রাজনীতির সঙ্গে আমার তো কোনও যোগই নেই। আমি এখানে সুইডেনের নাগরিক হিসাবেই থাকি। আর আমার পারমিট বাতিল হয়েছে বাংলাদেশ বিতর্ক শুরুর আগে।” পাশাপাশি তিনি জানান ২০১৭ সালেও প্রযুক্তিগত সমস্যার কারণে এমনই এক পরিস্থিতির মুখে পড়েছিলেন তিনি।










Related articles

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের তালিকা তৈরি: ব্যবস্থা নেওয়ার বার্তা বিদেশমন্ত্রকের

গোটা দেশের বিভিন্ন রাজ্যে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে বসবাসকারী (illegal immigrants) বাংলাদেশি নাগরিকদের তালিকা তৈরি হয়েছে। এবার বাংলাদেশকে...

২৪ ঘণ্টায় ভাগ্য বদল হাভার্ডের! ট্রাম্পের নির্দেশে স্থগিতাদেশ আদালতের 

দেশের সর্বপ্রাচীন বিশ্ববিদ্যালয়ে বিদেশি পড়ুয়াদের ভর্তি আটকে দিয়েছিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে...

খালি হাতে আসবেন না: রাজ্যে অমিত শাহর সফরের আগে দাবি তৃণমূলের 

রাজ্যে ফের ডেইলি প্যাসেঞ্জারি শুরু হচ্ছে বিজেপির শীর্ষ নেতৃত্বদের। প্রথমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi), তারপরই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত...

হাত হারানো ইমতিয়াজ থেকে পা খোয়ানো রাফিয়া: রাজৌরিতে খোঁজ নিলেন তৃণমূল প্রতিনিধিরা

বৃহস্পতিবার গিয়েছিলেন পুঞ্চের হামলার শিকার এলাকাগুলিতে। আর শুক্রবার রাজৌরির (Rajouri) জেলা হাসপাতাল এবং সরকারি মেডিক্যাল কলেজে গিয়ে তৃণমূল...
Exit mobile version