চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটছে বাংলাদেশের (Bandgladesh) বির্তকিত লেখিকা তসলিমা নাসরিনের (Taslima Nasrin)। তবে বিষয়টি বাংলাদেশের অস্থিরতা বা তার পরবর্তী অবস্থার জন্য নয়। মূলত ভারতে থাকা নিয়ে আশঙ্কায় ভুগছেন ‘নির্বাসিত’ লেখিকা। ১৯৯৪ সালে বাংলাদেশ ছেড়ে আসার পর ভারতেই বেশি সময় থেকেছেন সাহিত্যিক তসলিমা নাসরিন। তবে এবার বেশ আশঙ্কার মধ্যেই রয়েছেন তিনি। কারণ গত জুলাই মাসে তাঁর রেসিডেন্স পারমিটের মেয়াদ ফুরিয়েছে। রিনিউ কবে হবে, তা এখনও জানা যায়নি।
বাংলাদেশের বর্তমানে যে পরিস্থিতি সেই কারণেই পারমিট রিনিউ সমস্যা? এই বিষয়ে লেখিকা বলেন “বাংলাদেশ ও সেখানকার রাজনীতির সঙ্গে আমার তো কোনও যোগই নেই। আমি এখানে সুইডেনের নাগরিক হিসাবেই থাকি। আর আমার পারমিট বাতিল হয়েছে বাংলাদেশ বিতর্ক শুরুর আগে।” পাশাপাশি তিনি জানান ২০১৭ সালেও প্রযুক্তিগত সমস্যার কারণে এমনই এক পরিস্থিতির মুখে পড়েছিলেন তিনি।
