প্রতিদিনই দুর্ঘটনার মুখে পড়া রেলে ‘ছোট দুর্ঘটনা’ বলে এড়িয়ে যাওয়া অশ্বিনী বৈষ্ণবের মুখে সপাটে চড় মগধ এক্সপ্রেসের। নিত্যদিন নিত্য নতুন ট্রেন উদ্বোধন করে বেড়ানো মোদি সরকার যে আদতে গোটা রেল ব্যবস্থার কোনও রক্ষণাবেক্ষন করে না তার প্রমাণ মিলল বিহারের বক্সারে। রীতিমত কাপলিং ভেঙে দুভাগ হয়ে গেল মগধ এক্সপ্রেস।
রবিবার সকাল ১১ টা নাগাদ বিহারের তুরিগঞ্জ ও রঘুনাথপুর রেলওয়ে স্টেশনের মাঝে ঘটে বিপত্তি। দিল্লি থেকে ইসলামপুরগামী মগধ এক্সপ্রেসের এস সেভেন ও এস সিক্স কামরার মাঝের কাপলিং ভেঙে যায়। ইঞ্জিন থেকে তেরো নম্বর কামরার মাঝে কাপলিং ভাঙার ঘটনায় যদিও কোনও হতাহত নেই। তবে যথেষ্ট গতিতে থাকা মগধ এক্সপ্রেসের যাত্রীরা প্রবল ঝাঁকুনিতে আতঙ্কের মধ্যে পড়ে যান।
কাপলিং ভাঙার পরই দুর্ঘটনা টের পেয়ে ট্রেন থামিয়ে দেন চালক। খবর দেওয়া হয় নিকটবর্তী স্টেশনে। রেলের টেকনিকাল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরীক্ষা করে জানান কাপলিং ভাঙার কারণেই দুর্ঘটনা। ঘটনায় তদন্ত শুরু করেছে রেলের আভ্যন্তরীণ তদন্ত কমিটি।