Monday, May 5, 2025

আইএসএল-এর প্রথম ম্যাচে নামার আগে চমক মোহনবাগানের, দীর্ঘ চুক্তি বিশাল কাইথের সঙ্গে

Date:

হাতে আর মাত্র কয়েকদিন, তারপরই শুরু ২০২৪-২৫ আইএসএল। প্রথম ম্যাচে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। তাদের প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি। তবে মুম্বইয়ের বিরুদ্ধে নামার আগে চমক দিল মোহনবাগান। দীর্ঘমেয়াদী চুক্তিতে সই করাল গোলরক্ষক বিশাল কাইথকে। কাইথকে আরও পাঁচ বছরের জন্য রেখে দিল ক্লাব। ২০২৫ পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি ছিল। সেই চুক্তি বাড়িয়ে ২০২৯ সাল পর্যন্ত করা হয়েছে। নতুন চুক্তি সই করে উচ্ছ্বসিত বিশাল। জানালেন, আজীবন মোহনবাগানের হয়েই খেলতে চান।

এই নিয়ে বিশাল কাইথ বলেন, “ আজীবন মোহনবাগানেই খেলতে চাই। সবুজ-মেরুন সমর্থকদের ভালবাসা এবং আবেগ আমার কাছে এতটাই বেশি যে বহু ক্লাবের প্রস্তাব থাকা সত্ত্বেও মোহনবাগান ছেড়ে যাওয়ার কথা স্বপ্নেও ভাবতে পারি না। দলের জেতা-হারা নির্ভর করে টিম গেমের উপর। দলের উপরে কেউ নেই। গোলকিপার তার একটা অংশ। একের পর এক টাইব্রেকারের শট বাঁচালেও অনেক কিছু শেখা বাকি। এখনও অনেক জায়গায় খুঁত রয়েছে। সেগুলো প্রতিদিন অনুশীলন করে আরও নিখুঁত করার চেষ্টা করছি।”

২০২৪ ডুরান্ড কাপে দুরন্ত পারফরম্যান্স করেন বিশাল। তাঁর হাতের সুবাদেই ডুরান্ড কাপের ফাইনালে উঠেছিল মোহনবাগান। দলকে ট্রফি জেতানোর সুযোগ না পেলেও, অতীতে বহু ম্যাচে তাঁর হাতের সুবাদেই জিতেছে মোহনবাগান। ২০২৩-র ডুরান্ড কাপে জিতেছিলেন গোল্ডেন গ্লাভস। তার আগে ২০২২-২৩ মরশুমে আইএসএলের সেরা গোলকিপারের শিরোপা উঠেছিল তাঁর হাতে।

আরও পড়ুন- মরিশাস ম্যাচ অতীত, সিরিয়া পাখির চোখ ভারতীয় কোচ মানোলো মার্কুয়েজের


Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...
Exit mobile version