ওড়িশায় গিয়ে সমস্যায় পড়া বাঙালি পরিযায়ী শ্রমিকদের নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে ইতিমধ্যেই ওড়িশার মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথাও বলেছেন মুখ্যমন্ত্রী। সমস্যায় পড়া পরিযায়ী শ্রমিকদের অবিলম্বে এ রাজ্যে ফিরে আসারও আহ্বান জানিয়েছেন। প্রয়োজনে রাজ্য সরকার সাহায্য করবে বলেও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী বলেন, বাংলার নাম সারা বিশ্বজুড়ে বদনাম করছে। একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ হয়েছে। বাংলাদেশের পরে এই সুযোগ নিচ্ছেন তো? এখানে বাংলাদেশ হবে না। বাংলাদেশটা বাংলাদেশেই হয়। বাংলা ভাষায় কথা বলেছে বলে ওড়িশা থেকে তাড়িয়ে দিয়েছেন। আমাদের ২০ হাজার পরিযায়ী শ্রমিককে তাড়িয়ে দিয়েছেন। আমাদের এখানে ১.৫০ কোটি পরিযায়ী শ্রমিক আছেন অন্যান্য রাজ্যের। আমরা কিন্তু মানবিক, এটা মনে রাখবেন। আমি নিজে ওড়িশার মুখ্যমন্ত্রীকে ফোন করলাম। কেন হবে? চুপচাপ আছি। বেদনায় আছি।

আরও পড়ুন- GST Council Meeting: রাজ্যের দাবিতে সায় কেন্দ্রের! এবার কমতে চলেছে স্বাস্থ্য-জীবনবিমার জিএসটি
