Saturday, November 22, 2025

কথা রাখলেন অভিষেক, চালু হল আছিপুর থেকে বিবাদী বাগ বাস সার্ভিস

Date:

কথা দিলে কথা রাখেন ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আজ পর্যন্ত ডায়মন্ডহারবার কেন্দ্রের বাসিন্দাদের যা যা প্রতিশ্রুতি দিয়েছেন প্রতিটি কাজই তিনি করে দেখিয়েছেন। উদাহরণ পানীয় জল, রাস্তাঘাট, স্বাস্থ্য পরিষেবা, কিছুই বাদ যায়নি। কয়েক মাস আগে লোকসভা ভোটের ঠিক আগে দক্ষিণ চব্বিশ পরগনার বজবজ বিধানসভায় মানুষের দাবি মেনে ব্রিজ করে দিয়েছেন। যার ফলে আজ লক্ষ লক্ষ মানুষ উপকৃত। মানুষ বলছেন, গত ৭০ বছরে যা হয়নি অভিষেক বন্দ্যোপাধ্যায় তাই করে দেখিয়েছেন। এরই মধ্যে স্থানীয় আছিপুরবাসীকে দেওয়া কথাও রাখলেন তিনি।

বেশ কয়েক বছর হয়ে গেল আছিপুর থেকে ধর্মতলা পর্যন্ত একটি বাস চলত। ৭৭ নম্বর বাস। কিন্তু অনেকদিন হল ওই রুট বন্ধ হয়ে গিয়েছে। তাতে মানুষের ভোগান্তি বেড়েছিল। এবার স্থানীয় মানুষের এই সমস্যাও মিটিয়ে দিলেন সাংসদ। গত ১০ অগাস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় আমতলায় এসেছিলেন। তখন আছিপুরবাসীর তরফে পুজালি পুরসভার চেয়ারম্যান তাপস বিশ্বাস বলেন, বাস না থাকায় আছিপুরবাসীর খুব অসুবিধা হচ্ছে। শুনেই তিনি কথা দিয়েছিলেন তাপসবাবুকে। আর শেষ পর্যন্ত কথা রাখলেন তিনি। রাখিপূর্ণিমার দিন থেকে চালু হয়ে গিয়েছে আছিপুর থেকে বিবাদীবাগ সরকারি বাস সার্ভিস। আছিপুরবাসীর কাছে এটা একটা বড় পাওনা। বাস সার্ভিস চালু হওয়ার খবরে উল্লসিত আছিপুরের বাসিন্দারা। সকাল সাড়ে ছ’টা থেকে আপাতত এই বাসের সার্ভিস পাওয়া যাচ্ছে। ফলে কলকাতা যাতায়াতে আছিপুরবাসীর অনেক দিনের সমস্যা মিটল। পূজালি পুরসভার চেয়ারম্যান তাপস বিশ্বাস বলেন, আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যখনই কোনও সমস্যার কথা বলা হয়, তিনি তা মেটানোর চেষ্টা করেন। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি।

আরও পড়ুন- আরও বিপাকে অরিন্দম শীল! এবার পরিচালকের বিরুদ্ধে দায়ের হল এফআইআর

 

Related articles

ভিড়ে সাধারণ মানুষকে বাঁচাতে ‘ভুল’ চাল! প্রাণ দিলেন উইং কামান্ডার নমংশ

দেশের বায়ু সেনার শক্তি বিদেশের মাটিতে তথা বিশ্বের বুকে তুলে ধরতে দুবাই এয়ার শো-তে পাঠানো হয়েছিল ভারতীয় সেনাবাহিনীর...

রিল-রিয়েল একাকার! ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’-এ থানায় ছুটলেন মদন

একেই বোধহয় বলে, "ঢেঁকি স্বর্গে গিয়েও ধান ভাঙে"। "দাদা একটু আসুন, আপনি না এলে হবে না", "আমার নির্দোষ...

প্রিমিয়ারেই জমজমাট গৃহকর্মীদের রোজনামচার ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’

শর্মিষ্ঠা ঘোষ চক্রবর্তী ওঁরা রোজ আসেন, রোজ কাজ করেন, সমস্ত রকম নাগরিক স্বাচ্ছন্দ্যের পরিষেবা দেন। কিন্তু ওঁদের নিয়ে গল্প...

টেকনিশিয়ানদের টাকা বাকি রেখে কুৎসা রটাচ্ছেন রুদ্রনীল! তথ্য দিয়ে ধুয়ে দিলেন স্বরূপ

নিজে টাকা বাকি রেখে উল্টে ফেডারেশনের নামে সোশ্যাল মিডিয়ায় কুৎসা ছড়াচ্ছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)! শুক্রবার সাংবাদিক...
Exit mobile version