Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

১) ইন্টারকন্টিনেন্টাল কাপ হাতছাড়া ভারতের। আর এর কারণে ভারতের কোচ হিসেবে প্রথম টুর্নামেন্টে ব্যর্থই হলেন মানোলো মার্কুয়েজ। গতবার ত্রিদেশীয় আন্তঃমহাদেশীয় কাপ চ্যাম্পিয়ন ইগর স্টিম্যাচের ভারত এবার কোচ বদলে ব্যর্থ। হায়দরাবাদে মানোলোর ভারতকে ৩-০ গোলে হারিয়ে কাপ নিয়ে যাচ্ছে সিরিয়া।

২) সদ্য শেষ হয়েছে ২০২৪ প্যারিস প্যারালিনপিক্স। প্যারিস প্যারালিম্পিক্সে দুরন্ত পারফরম্যান্স করে ভারতীয় অ্যাথলিটরা। ঐতিহাসিক সাফল্য পেয়েছেন ক্রীড়াবিদরা। আগের সব রেকর্ড চুরমার করে দিয়েছেন ভারতের অ্যাথলিটরা। এবারই সবচেয়ে বেশি পদক জিতেছে ভারত। ঝুলিতে ঢুকেছে ২৯টি পদক। আর সেই সাফল্যে উচ্ছ্বসিত নীরজ চোপড়াও।

৩) সামনেই বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারতীয় দল। এই সিরিজে নামার আগে ভারতের বিরুদ্ধে হুঙ্কার দেয় বাংলাদেশ। বাংলাদেশের ক্রিকেটারেরা বলছেন, পাকিস্তানকে হারানোর পরে আত্মবিশ্বাস অনেক বেড়েছে তাঁদের। আর এই নিয়েই এবার মুখ খুললেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়। বললেন, ভারতে এসে বাংলাদেশের সিরিজ জিততে পারবে না।

৪) গতকালই বাংলাদেশের বিরিদ্ধে প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে দলে ফিরেছেন ঋষভ পন্থ। ৬৩৪ দিন পরে ভারতের টেস্ট দলে ফিরলেন তিনি। আর পন্থ দলে জায়গা পেতেই ভারতীয় উইকেটরক্ষক নিয়ে মুখ খুললেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রশংসায় মাতলেন তিনি।

৫) আইপিএলের আগামী নিলামে মূল আকর্ষণের কেন্দ্র বিন্দু হয়ে উঠতে পারেন রোহিত শর্মা। মত ভারতের প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠানের। মুম্বই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষ সম্ভবত ভারতীয় দলের অধিনায়ককে ছেড়ে দেবেন। তেমন হলে নিলামে রোহিতকে নিয়ে কাড়াকাড়ি হবেই। পাঠানের মতে, একাধিক ফ্র্যাঞ্চাইজি রোহিতকে পেতে সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে পারে।

আরও পড়ুন- Breakfast news : ব্রেকফাস্ট নিউজ