Thursday, November 6, 2025

নয় প্রার্থীর জন্য প্রচার করবেন, অন্তর্বর্তী জামিন কাশ্মীরের রশিদকে

Date:

সাংসদ নির্বাচিত হয়ে জামিন পেয়েছিলেন শপথ নেওয়ার জন্য। বিজেপি জমানায় জঙ্গিদের মদত দেওয়ার অভিযোগে জেলবন্দি ইঞ্জিনিয়ার রশিদ লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জিতে সাংসদ হয়েছে। এবার পালা তার দলের কর্মীদের বিধানসভা নির্বাচনে জেতানোর। তাই আদালতের নির্দেশ অন্তর্বর্তী জামিনে মুক্ত হয়ে নির্বাচনী প্রচারে যোগ দিতে পারবেন রশিদ। মঙ্গলবারই এই নির্দেশ দেয় দিল্লির এনআইএ আদালতের বিচারক চান্দের জিৎ সিং।

লোকসভা নির্বাচনে বারামুলা কেন্দ্র থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমন আবদুল্লাকে পরাজিত করে সাংসদ নির্বাচিত হন ইঞ্জিনিয়ার রশিদ। চলতি মাসের ১৮ তারিখ থেকে বিধানসভা নির্বাচন জম্মু ও কাশ্মীরে। এই নির্বাচনে রশিদের আওয়ামি ইত্তেহাদ পার্টি নয়টি কেন্দ্রে প্রার্থী দিয়েছে। এই নয় প্রার্থীর জন্য প্রচার করার অনুমতি চেয়ে আদালতে আবেদন জানান রশিদ। আবেদন মঞ্জুর করে ২ অক্টোবর পর্যন্ত অন্তর্বর্তী জামিন দেয় পাতিয়ালা হাউস কোর্ট। কাশ্মীরের নির্বাচনের ফলাফল বেরোবে ৮ অক্টোবর।

আদালতের এই সিদ্ধান্তের পরে হতাশা প্রকাশ করেছেন ওমর আবদুল্লা। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এই জামিন মানুষের কাজ করার জন্য দেওয়া হয়নি। সাংসদ নির্বাচিত হওয়ার পরে বারামুল্লার জন্য কাজ করেননি রশিদ। এবার ভোটের প্রচারে আসবেন। কিন্তু মানুষকে পরিষেবা দেওয়ার সময় আবার তিনি থাকবেন না। এটা শুধুই ভোটের ফায়দা তোলার চেষ্টা বলে দাবি ওমর আবদুল্লার।

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version