Monday, November 17, 2025

কামান দাগো! পরিষেবা ভুলে স্বাস্থ্য ভবন অভিযানে স্লোগান বদল ডাক্তারদের

Date:

সুপ্রিম কোর্টের নির্দেশ। রাজ্য প্রশাসনের অনুরোধ। রাজ্যের সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবার বেহাল অবস্থায় একের পর এক মৃত্যুর পরেও কর্মবিরতিতে অনড় জুনিয়র চিকিৎসকরা। মঙ্গলবার কাজে ফেরার বদলে স্বাস্থ্য ভবন অভিযান জুনিয়র চিকিৎসকদের। আর সেই অভিযানে বিচার চাওয়ার দাবির সঙ্গে নতুন করে চিকিৎসকদের মুখে যুক্ত হল ‘কামান দাগো’ স্লোগান।

কড়া নিরাপত্তায় সল্টলেকের করুণাময়ী থেকে মিছিল করে স্বাস্থ্য ভবনের (Swastha Bhavan) দিকে মিছিল করে এগোন জুনিয়র চিকিৎসকরা। লালবাজার অভিযানে যেমন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ দাবি করেছিলেন জুনিয়র চিকিৎসকরা, স্বাস্থ্য ভবন অভিযানে মূল দাবি রাখা হয় স্বাস্থ্য সচিবের (health secretary) পদত্যাগ। এর আগেও ২১ অগাস্ট স্বাস্থ্য ভবন (Swastha Bhavan) অভিযানে গিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা। সেদিন তাঁদের দাবি ছিল সন্দীপ ঘোষ সহ আর জি করের (R G Kar Hospital) তৎকালীন সব পদাধিকারীদের অপসারণ। সেই সঙ্গে ধর্ষণ-খুনে অভিযুক্তদের শাস্তি। মূল ঘটনায় তদন্ত সিবিআই। অন্যদিকে চিকিৎসকদের দাবি মেনে সব পদাধিকারীকেই সরিয়ে দেয় স্বাস্থ্য ভবন।

চিকিৎসকরা দফায় দফায় দাবি বদলেছেন। দফায় দফায় তা নিয়ে পদক্ষেপ নিয়েছে রাজ্য প্রশাসন। কাজে ফিরলে তাঁদের সব অভিযোগের তদন্তের আশ্বাস দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। কাজে যোগ দিয়ে আন্দোলন চালিয়ে গেলেও কোনও কড়া পদক্ষেপ নেওয়া হবে না বলে সুপ্রিম কোর্টে জানিয়েছে রাজ্য। তারপরেও কর্মবিরতি চালিয়ে যাওয়ার জন্য় এবার নতুন অজুহাতে জুনিয়র চিকিৎসকরা। এবার স্বাস্থ্য সচিবের পদত্যাগ সহ পুলিশ কমিশনারের পদত্যাগ ও আরও চার অধিকর্তার পদত্যাগ দাবি করে তাঁরা স্বাস্থ্য ভবন অভিযান চালায় মঙ্গলবার।

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version